জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Actor Marriage: এক সময় হারিয়ে গিয়েছিলেন সিরিয়াল থেকে! সাত পাকে বাঁধা পড়লেন জি বাংলার সেই জনপ্রিয় নায়িকা! পাত্রও খুবই পরিচিত মুখ

‘বিবি চৌধুরানী’র বিবিকে মনে আছে? কিংবা বয়েই গেল ধারাবাহিকের রাধিকা? একসময় দুটি ধারাবাহিক বাংলা টেলিভিশনের দুনিয়ায় বেশ অন্যরকম গল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রায় বছর আট আগে জি বাংলার পর্দার লিডিং লেডি রূপে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস।

বাংলা টেলিভিশনের পর্দা কাঁপানো নিবেদিতা আচমকাই সরে গিয়েছিলেন পর্দা থেকে। খুবই কষ্ট পেয়েছিল তার ভক্তরা। এমনকি নায়িকাদের সিদ্ধান্তের পেছনে কোন কারণ দায়ী সেটাও জানতে পারা যায়নি।

সম্প্রতি সেই হারিয়ে যাওয়া নায়িকা উঠে এলেন আবার আলোচনায়। নায়িকার জীবনে ঘটলো একটি বড় পরিবর্তন। নতুন সংসার শুরু করলেন তিনি। সাত পাকে বাঁধা পড়লেন নিজের জীবনের প্রিয় মানুষের সঙ্গে।

পাত্রও একটা সময় চুটিয়ে কাজ করেছেন বাংলা টেলিভিশনে। তাই তিনিও বেশ পরিচিত মুখ। অভিনেতা অভিষেক সাহার সঙ্গে চার হাত এক হল নিবেদিতার। ২০১৩ সালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘মৌচাক’-এর লিড হিরো জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এবার। নিবেদিতার মতো অভিনয় কেরিয়ারে ইতি টেনেছেন তিনিও।

দু-দিন আগেই তিলোত্তমার এক রিসর্টে সাত পাক ঘুরলেন দুজনে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একদম বাঙালি রীতিনীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন নিবেদিতা। ধুতি আর খয়েরি রঙা পঞ্জাবিতে বরের সাজে নজর কেড়ে নিয়েছেন অভিষেক। বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই ‘এই রাত তোমার আমার’ গানে রোম্যান্টিক নাচ করলেন দুজনে।

Nira

                 

You cannot copy content of this page