বর্তমানে বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী(Jagaddhatri)। টিআরপি তালিকাতেও দারুন পারফরম্যান্স এই বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের। এই ধারাবাহিকে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক(Ankita Mallick)। আর নায়ক স্বয়ম্ভু’র চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা সৌম্যদীপ মুখার্জি(Soumyadeep Mukherjee)। দুজনেই টেলিভিশন দুনিয়ার একদম নতুন মুখ।
এই ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু ভিন্ন। এখানে পরকীয়ার গন্ধ নেই।এখানে একটি মেয়ের দুটি রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িতে সে জগদ্ধাত্রী শান্ত শিষ্ট, ভদ্র, কর্মনিপুনা, নিরীহ প্রকৃতির মেয়ে। কিন্তু বাইরে অত্যন্ত কড়া। তীব্র প্রতিবাদী, দাপুটে, কড়া এক ক্রাইম ব্রাঞ্চ অফিসার। দোষীদের শাস্তি দিতে বদ্ধপরিকর। সে পরিচিত ‘জ্যাস!’ নামে। যদিও
নিজের এই রূপকে প্রকাশ করেনা সে।
আর এবার তাঁর এই রূপকেই এই ধারাবাহিকের অন্যতম ভিলেন চরিত্র মেহেন্দির সামনে প্রকাশ করে দিল উৎসব। আগে মেহেন্দির চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সঞ্চারী দাস। কিন্তু চরিত্র বদল হয়ে এখন এই চরিত্রে অভিনয় করছেন ঋতুরাই আচার্য। এই চরিত্রটি আসলে সম্পর্কে জগদ্ধাত্রীর সৎবোন। খলনায়িকা এই চরিত্রটি সবসময় জগদ্ধাত্রীর ক্ষতি করতে চায়।
জগদ্ধাত্রীর সাম্প্রতিক প্রোমো বলছে, ধারাবাহিকের অন্যতম খলনায়ক উৎসব মেহেন্দিকে বলে দিয়েছে যে জগদ্ধাত্রীই আসলে জ্যাস সান্যাল। অর্থাৎ মেহেন্দির সামনে প্রকাশ্যে এসে গেছে জগদ্ধাত্রীর পরিচয়। তবে দমবার পাত্র নয় মেহেন্দি। কাঁটা দিয়েই কাঁটা উপড়াতে চাইছে সে। জগদ্ধাত্রীকে দিয়ে জ্যাসকে মারার পরিকল্পনা করে মেহেন্দি। টানটান উত্তেজনা এখন এই ধারাবাহিকে।