জি বাংলার (Zee Bangla) বহু প্রতিক্ষিত অনুষ্ঠান হচ্ছে, সোনার সংসার (Sonar Songsar)। তবে সেটা কবে আসবে, কীভাবে হবে, ভোটিং সব নিয়ে মোটামুটি বেশ গুঞ্জন উঠেছিল। তবে প্রোমো শ্যুট থেকে ভোটিং সবই মোটামুটি হয়ে গিয়েছে।
কিন্তু আর গুঞ্জন নয়, এবার একদম পাক্কা খবর ৯ মার্চই হতে চলেছে অনুষ্ঠান। এসে গিয়েছে ইনভাইটেশন কার্ডও। এবার শুধু দেখার যে কে পায় সব পুরস্কারগুলো! এমনিতেও এই বিষয়ে ভোটিং শেষ হয়ে গিয়েছে। সুতরাং অপেক্ষা শুধু ফলাফলের। আর শুধু কি দর্শকরা উত্তেজিত থাকেন এই ইভেন্টের জন্য?
আর এরই মাঝে প্রকাশ্যে এল অ্যাওয়ার্ড শো এর কে কোন পুরস্কার জিতে নেবে তার একটি সম্ভাবনা তালিকা, অর্থাৎ প্রেডিকশন লিস্ট। “সোনার সংসার” যে অ্যাওয়ার্ড শো এর নাম, তাতে পরিবার থাকবে না, তাতো কখনও হয় না। আর তার পর পর লিস্ট তৈরি করে বেশ সুন্দর করেই তৈরি করা হয়েছে, “জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২৩” এর লিস্ট।
আপনারাও একবার চোখ বুলিয়ে নিন তাতে। প্রথমেই নজর রাখা যাক “প্রিয়”- এর তালিকায়,
প্রিয় মা- মিতুল, মিঠাই
প্রিয় বাবা- ইন্দ্র, সিদ্ধার্থ
প্রিয় শ্বশুর- আবির, পর্ণার শ্বশুর
প্রিয় শাশুড়ী- ঝিলমিল, কৃষ্ণা/ রাগি আন্টি
প্রিয় দেওর/ভাশুর- চিকু, চয়ন
প্রিয় জা/ননদ- কলি, অঙ্কিতা (দিদিসোনা)/ তোর্ষা
প্রিয় ছেলে- সৃজন, স্বয়ম্ভু
প্রিয় মেয়ে- পিলু, জগদ্ধাত্রী (অ্যাডিশনাল- হংসিনী, রঞ্জা, মিঠি, অনামিকা; এরাও যোগ্য)
প্রিয় বর- ঈশান, কুশ
প্রিয় বউ- গৌরী, পাখি
প্রিয় জামাই- অর্ক
প্রিয় বৌমা- পর্ণা, জুঁই
প্রিয় সঞ্চালক- আবির, রচনা
প্রিয় সদস্য- অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু, ইন্দ্রাণী হালদার
প্রিয় ছোট সদস্য- শাক্য, মিষ্টি, সৃষ্টি, গুগলি, ছুটি, পিহু
এরপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক “সেরা”- এর তালিকায়,
সেরা খলনায়ক- রণজী্ৎ লাহিড়ী, উৎসব/ সাম্য
সেরা খলনায়িকা- শৈল মা, বেণী/ অনুরাধা/ শিবানী (সাম্য আর বেণী দু’জনেরএকজনকে বেছে নেওয়া হবে)
সেরা নায়ক- সিড, সৃজন
সেরা নায়িকা- মিঠাই, পর্ণা, জগদ্ধাত্রী
সেরা জুটি – মিতুল-ইন্দ্র, গৌরি-ঈশান/ শুভ্র-জুঁই/ সাত্যকি-ঊর্মি
সেরা ধারাবাহিক- জগদ্ধাত্রী, গৌরী এলো/ এই পথ/ মিঠাই
সেরা সংসার- দত্ত পরিবার, মোদক পরিবার/ ঘোষাল পরিবার/ লক্ষ্মী কাকিমার পরিবার
(মিঠাই পরিবার অথবা ধারাবাহিকের মধ্যে যেকোনও একটা পাবে)
এরপর আসা যাক সামাজিক মাধ্যমের ওপর ভিত্তি করে অ্যাওয়ার্ডে,
ডিজিটাল ইনফ্লুয়েন্সার (মেল)- গৌরব রায়চৌধুরী
ডিজিটাল ইনফ্লুয়েন্সার (ফিমেল)- রুকমা রায়
জি ফাইভ জনপ্রিয় মুখ- মিঠাই, ঊর্মি
জি ফাইভ সবথেকে বেশি ওয়াচড শো- মিঠাই
এছাড়া অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে,
পার্শ্ব চরিত্র- কৌশিকী মুখার্জী, হেমনলিনী দত্ত
নতুন সদস্য- মেঘ-সৌরনীল, তিতির-সোমরাজ, অর্ঘ্য মিত্র – মুকুটের নায়ক
যদিও মাথায় রাখতে হবে এটি একটি প্রেডিকশন লিস্ট অর্থাৎ সম্ভাবনা তালিকা। এর সঙ্গে পুরোপুরি মিলে যাবে এমনটা ভাবা বোকামি। তবে সারা বছরের পারফরমেন্স ও দর্শকদের রিয়্যাকশন অনুযায়ী এই ফলাফলই আশা করা যায়। তবে এই সোনার সংসার জি বাংলার সকলের জন্যই অনেক বড় দিন। সবাই দিন শেষে এক পরিবারের, এটাই আসল।