জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সেই এক তেজ,এক জেদ! স্টার জলসার গুড্ডির মধ্যে মোহরকে খুঁজে পাচ্ছেন দর্শকরা, ধীরে ধীরে বাড়ছে গুড্ডির টিআরপি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল মোহর। ছোট্ট মফস্বল শহরে থেকে নিজের জেদের পড়াশোনা করতে আসা মোহরের নিজের জীবনের প্রতিষ্ঠা করার গল্প ছিল এই ধারাবাহিকের মূল উপজীব্য। মোহর আর শঙ্খের খুব চেনা গান ছিল, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।এখানে ভালোবাসা ছিল রোম্যান্স ছিল কিন্তু সেইসঙ্গে ছিল জেদ প্রতিজ্ঞা আর স্বপ্ন পূরণ করার লড়াই।

গত ৩রা এপ্রিল শেষ হয়েছে এই ধারাবাহিক। দীর্ঘ কয়েক বছর ধরে চলা মোহরকে এখনো মিস করেন তার অনেক অনুরাগীরা তবে জানা গেছে যে লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী সিরিয়ালে লিড রোলে ফিরছেন সোনামণি। নায়ক হিসেবে থাকবে ডিংকা অর্থাৎ সপ্তর্ষি বিশ্বাস। তবে এবার মোহরের কিছু গুণ গুড্ডির মধ্যে লক্ষ্য করতে শুরু করেছেন অনেক অনুরাগীরা।

স্টার জলসায় যে নতুন ধারাবাহিক শুরু হয়েছে গুড্ডি নামে তা প্রথমদিকে টিআরপি না পেলেও ধীরে ধীরে দর্শকদের মধ্যে তা জনপ্রিয় হতে শুরু করেছে। গুড্ডির ভূমিকায় অভিনয় করছেন শ্যামৌপ্তি বিশ্বাস, যাকে আগে আমরা ধ্রুবতারা ধারাবাহিকে দেখেছি। এই গুড্ডিও ভীষণভাবে আত্মসম্মানী, জেবি এবং দৃঢ়প্রতিজ্ঞ একটি মেয়ে। ঘটনাচক্রে তার সঙ্গে স্যারজি অর্থাৎ অনুজের বিয়ে হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে অনুজ তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে।

যদিও গুড্ডি শ্বশুরবাড়িতে পুরো জিনিসটা ভীষণ ভাবে ট্যাকল করতে থাকে। চুপ করে থাকার মেয়ে সে নয়, অনুজের অপমানের জবাব তৎক্ষণাৎ সে দিয়ে দেয়। সে কারোর ভরসায় থাকতে রাজি নয়। এই জন্যই তার মধ্যে মোহরের ছায়া খুঁজে পাচ্ছেন অনেকে।

সম্প্রতি আমরা দেখতে পাব গুড্ডির রান্না করা খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবে সোহাগ। যদিও গুড্ডি সেটা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তার ফোনে ভিডিও করে নেবে এবং পরবর্তীকালে সেই ভিডিও প্রকাশ্যে সে আনবে। অর্থাৎ গুড্ডি খুব ভালোমতো প্রতিবাদ করতে জানে এবং সে খুবই বুদ্ধিমতী।

তাই গুড্ডির সঙ্গে মোহরের তুলনা চলে আসছে এবং দুটো সিরিয়ালের লেখিকাই লীনা গঙ্গোপাধ্যায়।লীনা গঙ্গোপাধ্যায় এর সিরিয়ালের পরকীয়া থাকতে পারে কিন্তু এখানে মূল চরিত্র কে প্রতিবাদী হিসেবে মোটামুটি দেখানো হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page