জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নাইটি পরে দুটো ‘আমরেলা’ নিয়ে রাস্তায় অবরোধ করতে বসে পড়লেন স্যান্ডি সাহা! দাবি পাশ করিয়ে দিতে হবে,’ঝোপ বুঝে কোপ মেরে দিলি বল’, হাসছেন নেটিজেনরা

গতকাল সকাল থেকে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখতে পাচ্ছি একাধিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফেল করেছে এবং তারা রাস্তায় বসে ধরনা দিচ্ছে। তাদের দাবি তাদের পাশ করাতে হবে। এদিকে আমব্রেলা বানান জিজ্ঞাসা করা হলে তারা বলছে, আমরেলা। এই নিয়ে হাসির রোল নেটপাড়ায়।

বিভিন্ন রকম মিম ঘুরছে এছাড়াও অনেকেই বিভিন্ন ধরনের মজা করে ভিডিও বানাচ্ছেন এই নিয়ে‌। আর সেই সুযোগ এবার নিয়ে নিল স্যান্ডি সাহা। বরাবর ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানায় স্যান্ডি আর এত বড় একটা হট টপিক পেয়েছে, সে ছেড়ে দেবে?

কিছুক্ষণ আগেই সে ভিডিও বানিয়ে ফেলল এই নিয়ে। রাস্তাতে নাইটি পরে দুটো’আমরেলা’নিয়ে সে বসে পড়ল ধর্নায়। দাবি হল পাশ করাতে হবে। পথচলতি লোকজন আটকে গেলেও স্যান্ডির পাগলামোর মজা নিচ্ছেন। যদিও কমেন্টে স্যান্ডিকে তুলনা করছে অনেকে কিন্তু স্যান্ডি এসব পাগলামো করা থামাবে নাঋ

Piya Chanda

                 

You cannot copy content of this page