জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বহুদিন পর আবার স্লিভলেস পোশাকে দেখা গেল মিঠাই রানীকে! একদম অন্যরকম লুকে ঝড় তুললেন সৌমিতৃষা

আজ সকালেই মিঠাই টিমের জন্য ফের এসেছে খুশির খবর। টপার হয়েছে টপার। দেখতে দেখতে ৫১ বার টপার হয়ে গেল মিঠাই। এখন ধারাবাহিকেও ভীষণ মজা হচ্ছে। ছেলে আর মেয়ে দুই টীমে ভাগ হয়ে গেছে। প্রথমে ছিল ঠাম্মি এখন হয়েছে নন্দা। তবে নেটিজেনরা একটু বিরক্ত হচ্ছেন তার কারণ এত বছর বিয়ের পরেও যদি কেউ তার সঙ্গীকে বিশ্বাস না করে তাহলে বলার কিছুই নেই।

এর মাঝেই আমাদের মিঠাই রানীকে দেখা গেল নতুন অবতারে। মিঠাই কে সাধারণত আমরা স্লিভলেস পোশাকে খুব কম দেখেছি।তার ইনস্টাগ্রম প্রোফাইলে স্লিভলেস টপ পড়া যে ছবি রয়েছে সেটা আজ থেকে সাত মাস আগের। তাকে আমরা ক্যাজুয়াল পোশাকে বেশি দেখি যদিও সেগুলো হাফ হাতা।প্রথমবার তাকে আমরা সালোয়ার-কামিজ দেখেছিলাম কিছুদিন আগে রিয়াজের সঙ্গে রিল ভিডিওতে যদিও সেটা মুছে দিয়েছে মিঠাই। আর আজ তিনি একটা হলুদ রঙের স্লিভলেস ক্রপ টপ পরে ছবি দিয়েছেন।

অদ্ভুত সুন্দর লাগছে মিঠাই কে। বয়স তার মাত্র ২২ কিন্তু এর মধ্যেই জীবনে অনেক কিছু অর্জন করে নিয়েছে সে। মিঠাই রানীর এই নতুন রূপ দেখে যথেষ্ট খুশি ভক্তরা।সকলেই বলছেন যে মিঠাই কী অদ্ভুতভাবে যেন ভারতীয় পোশাকে সুন্দর লাগে সেরকম পাশ্চাত্য পোশাকেও মানিয়ে যায়। হতে পারে মিঠাই উচ্চতায় অনেকটাই ছোট কিন্তু সৌন্দর্যে মিঠাই সকলকে গুনে গুনে ১০ গোল দেবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page