জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ছাতাটা উড়ে তো সাত সমুদ্র দূরে গিয়ে পড়েনি, শুধু ছেলেদের ছাতায় যাওয়ার ধান্দা’, একা দোক্কার প্রোমো আসতেই মোহরকে নিয়ে ট্রোলিং শুরু নেটিজেনদের

আমরা দেখেছি স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক এক্কাদোক্কা। ইতিমধ্যেই চলে এসেছে সাহেবের চিঠি। গতকাল থেকে সন্ধ্যে সাড়ে ছটার সময় দেখানো হচ্ছে এই ধারাবাহিক। প্রতীক সেনের ধারাবাহিক যেদিন থেকে দেখানো শুরু হল ঠিক সেদিনই সোনামণি সাহার নতুন ধারাবাহিকের প্রোমো দেওয়া হল। এই ব্যাপারটাকে অনেকেই কাকতালীয় বলছেন আবার অনেকে বলছেন প্ল্যান করে হয়েছে। তবে কিন্তু সকলের মনে কিছু কিছু প্রশ্ন তুলেছে। নিন্দুকরা সমালোচনা শুরু করে দিয়েছেন। কেয়ার করি না, এখানে আকাশ নীল এর পর আবার আসছে মেডিকেল ড্রামা, যেখানে খানিকটা বৌমা একঘর ফ্লেভার রয়েছে, আবার খানিকটা বয়েই গেল থেকে অনুপ্রাণিত।

সেন এবং মজুমদার বাড়ির লড়াই চলবে। অনেকদিনের লড়াই। পোখরাজ সেন এবং রাধিকা মজুমদার দু’জনেই হবু ডাক্তার। তাদের দুই বাড়ির মধ্যে চিরকালীন লড়াই। তবে প্রথমবার লড়াইয়ে যেতে পোখরাজ সেন এবং রাধিকা বলে যে পরের বার সেই ফার্স্ট হবে।

কিন্তু প্রোমো নিয়ে ইতিমধ্যে নিন্দুকেরা সমালোচনা করতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন যে, যখন ছাতা উড়ে গেল সপ্তর্ষি ছাতা নিয়ে আসলো তখন মুহূর্তেই দৌড়ে গিয়ে ওইটুকু দূরত্বে পড়ে থাকা ছাতা নিয়ে আসতে পারল না? শুধু ছেলেদের সঙ্গে এক ছাতার যাওয়ার ধান্দা করছে মোহর। যিনি সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট দিয়েছেন তাকে সমর্থন জানিয়ে বাকিরাও লিখেছেন যে সত্যি বড্ড ন্যাকা মোহর। এই কথা শুনে সোনামনির ভক্তরা আবার প্রতিবাদে ফেটে পড়েছেন। তারা বলছেন যে এটা সিরিয়ালের অঙ্গ বাস্তব জীবনে সোনামণি এরকম নয় আর মোহরও এরকম ছিল না।
CommentComment1

Piya Chanda