বাংলায় একটি প্রবাদবাক্য আছে। কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ! সিরিয়াল পাড়ায় এই কঠিন সত্যিটা সকলের জানা। তাই বৃহস্পতিবার এলে বেশ চাপের মধ্যে থাকেন নির্মাতা থেকে অভিনেতারা। কয়েকদিন আগে কম টিআরপির ( Trp ) জন্য স্টার জলসার ( Star Jalsha ) লালবাতি দেখেছে ‘বঁধুয়া’ ( Bodhua )। বাংলা ধারাবাহিকের ( Bengali Serial ) টিআরপি নিম্নগামী হলে আসে মন খারাপ করা খবর।
চলতি সপ্তাহে টিআরপির পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, উড়ান। জলসা ও জি যৌথ ভাবে দখল করেছে টিআরপি তালিকার পঞ্চম স্থান। দুই ধারাবাহিকের যৌথ ভাবে প্রাপ্ত নম্বর ৬. ২। ৬. ৪ নম্বরের সঙ্গে চতুর্থস্থানে রয়েছে স্টার জলসার কথা। তৃতীয়স্থানে রয়েছে নিম ফুলের মধু। টিআরপিতে এবারের ফলাফল ৬. ৮।
দ্বিতীয়স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি। ০. ২ নম্বরের জন্য দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে এই মেগা। আর সকল ধারাবাহিককে টেক্কা দিয়ে পয়লা স্থান দখলে জি বাংলাতে ‘ফুলকি’র। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭. ৩।
আরও পড়ুনঃ ‘কী চলছে বাইরে?’ রাজার উপর রেগে আগুন মধুবনী! এবার ভাঙছে সম্পর্ক? বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী
দেখুন টিআরপি-তে সেরা পাঁচের তালিকা-
প্রথম: ফুলকি (৭. ৩)
দ্বিতীয়: গীতা এলএলবি (৭. ১)
তৃতীয়: নিম ফুলের মধু (৬. ৮)
চতুর্থ: কথা (৬. ৪)
পঞ্চম: জগদ্ধাত্রী, উড়ান (৬. ২)