টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা আদৃত রায়কে ( Adrit Roy ) কিছুদিন ধরে বড় পর্দায় দেখা না গেলেও, ভক্তদের মনে তাঁর কদর একটুও কমেনি। সোশ্যাল মিডিয়ায় এখনও তাঁর ফ্যান পেজ সক্রিয়। একসময় শোনা গিয়েছিল যে আদৃত বড়পর্দায় ‘পাগল প্রেমী’ নামে একটি ছবির মাধ্যমে ফিরবেন, কিন্তু কিছু বচসার কারণে ছবির কাজ আপাতত স্থগিত। আদৃতের কামব্যাকের অপেক্ষায় থাকা ভক্তদের জন্য এটি হতাশার হলেও একটি সুখবরও রয়েছে।
জানা গেছে, আদৃত আবার ছোটপর্দাতেই ফিরছেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকটি ভিন্নধর্মী প্রেমের গল্প ও একটি পরিবারের জীবনকে কেন্দ্র করে এগোবে। দর্শকের জন্য এটি নতুন ধরনের একটি অভিজ্ঞতা হতে পারে। টলিপাড়ার গুঞ্জন, গল্পে একটি হৃদয়স্পর্শী সম্পর্কের চিত্রণ থাকবে যা আদৃতের অভিনয় দক্ষতায় আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।
এবার প্রশ্ন হল, কে হতে চলেছেন আদৃতের এই ধারাবাহিকের নায়িকা? দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা চললেও অবশেষে জানা গেছে যে আদৃতের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। তাঁকে ইতিমধ্যেই ‘হইচই’ প্ল্যাটফর্মের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে দেখা গেছে, যেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন ধারাবাহিকে তাঁদের রসায়ন কেমন জমে সেটিই দেখার বিষয়।
ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-র গল্পটি মূলত একটি পরিবারের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। এখানে আদৃত ও পারিজাত ছাড়াও থাকবেন শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো টলিপাড়ার জনপ্রিয় মুখরা। প্রত্যেকের চরিত্র গল্পে আলাদা মাত্রা যোগ করবে এবং পারিবারিক সম্পর্কের উত্থান-পতন, মজার মুহূর্ত ও রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা। প্রোমো শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের শেষের দিকে জি বাংলার ( Zee Bangla ) পর্দায় আসছে এই নতুন ধারাবাহিক। টলিপাড়ার ‘উচ্ছেবাবু’ আদৃতের কামব্যাক নিয়ে ভক্তরা আগ্রহী। ধারাবাহিকটির প্রচার শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অভিনেতার এই ছোটপর্দায় প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক, এবং ‘মিত্তির বাড়ি’ তাঁদের মনে আলাদা জায়গা করে নিতে পারবে বলেই ধারণা।
আরও পড়ুনঃ আমি মানুষ বুঝে মিশি, কিন্তু লোকে ভাবে আমার খুব ঘ্যাম! স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই ভালোবাসি, অকপট হানি
আসন্ন ধারাবাহিকটি নিয়ে ট্রোল নেটদুনিয়ায়। একটি সিরিয়ালপ্রেমী নেট মাধ্যমে লিখছেন, ‘একেবারে দেশের মাটির কপি মিত্তির বাড়ি।’ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি আরও বলেন, জি বাংলার ‘মুরোদ’ নেই স্টার জলসার ধারাবাহিক কপি করা ছাড়া। দেশের মাটি যারা দেখেছেন তারা যাচ্চেতাই অপমানিত করছে।