টিআরপি (Trp) লড়াইয়ে টিকে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial) আসছে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে। নতুনের আগমনে বন্ধ হয়ে চলেছে পুরোনো সিরিয়াল। গল্প হালকা ঢিমেতালে এগোলে বন্ধ হয়ে যাচ্ছে গল্প। তাই আগ্রহ ধরে রাখতে একের পর এক চমক আনতে হচ্ছে গল্পে।
ফের সিরিয়াল বন্ধের খবরে সরগরম টলিপাড়া। বন্ধ হতে পারে পুরোনো ও জনপ্রিয় সিরিয়াল। দীর্ঘদিন ধরে দর্শকদেই ড্রয়িংরুমে বিরাজমান ছিল এই মেগা। তবে কালের নিয়মে যার শুরু আছে তার শেষও আছে। এবার টানা দু’বছর সম্প্রচারের পর বন্ধের মুখের জনপ্রিয় মেগা।
এবার বিদায় ঘণ্টা বাজল সোহাগ চাঁদের। কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ দীর্ঘ দু’বছর ধরে সম্প্রচারিত হয়ে আসছে। তাই পুরোনো সিরিয়াল আচমকা বন্ধ হয়ে গেলে মন খারাপ হয় দর্শক থেকে নির্মাতা সকলের। এবার সেই খবরই টলিপাড়ার অন্দরে।
জানা গিয়েছে, ৭০০ পর্বের দীর্ঘ সম্প্রচারের পর মঙ্গলবার শেষ দিনের শুটিং করল জনপ্রিয় মেগা সোহাগ চাঁদ। সোহাগ জলের সময়ে শুরু হয়েছিল এই মেগা। শেষদিনের শুটিং অভিনেতা-অভিনেত্রীরা তুললেন একাধিক ছবি। চুটিয়ে মজা হয়েছে শুটিং সেটে। শেষ দিনের শুটিংয়ের নানা ঝলক ভাইরাল সমাজমাধ্যমে।
আরও পড়ুন: আনন্দীকে বাড়ি থেকে তা’ড়াতে আদির অটল সিদ্ধান্ত, ঠাম্মির চেষ্টায় কি টিকবে সম্পর্ক?
তবে পুরোনো সিরিয়াল বন্ধ মানেই নতুনের আগমন। এখন দেখার, সোহাগ চাঁদ বন্ধের জন্য কোন নতুন ধারাবাহিকের শুরুয়াত হয় কালার্স বাংলায়। নতুন ধারাবাহিকের আগমনের দিকে তাকিয়ে মুখিয়ে দর্শক মহল।