জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আনন্দীর মিষ্টি কথায় মন গলল সবার! আদিকে ফিরিয়ে আনতে আনন্দীর মো’ক্ষম চাল

জি বাংলার নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anondi) ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আদি-আনন্দীর রোমাঞ্চকর কাহিনী এবং তাদের প্রেমের নানা উত্থান-পতনের কাহিনী ধীরে ধীরে টিআরপি তালিকায় উপরে উঠছে। গতকালের পর্বে আদি ও আনন্দীর মধ্যে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির খবর পৌঁছে যায় নন্দিনীর কাছে, এবং সে তিতিরকে আনন্দীর বিরুদ্ধে উসকাতে শুরু করে। তবে আদি নিজের মন থেকে আনন্দীর নির্দোষিতা মেনে নিতে চায় না, তাই আনন্দীকে ২১ দিন সময় দেয় নিজের সত্যতা প্রমাণ করার জন্য।

আনন্দী আজকের পর্ব ১লা নভেম্বর (Anondi Today Episode 1 November)

আজকের পর্বের শুরুতেই দেখা যায় আদির পরিবার তাদের মঙ্গল কামনায় পূজোর আয়োজন করে। কিন্তু পূজোতে বসতে অস্বীকার করে আদি, সে একটি সেমিনারের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। আনন্দী পরিবারের সবাইকে কথা দেয় যে আদি পূজোতে তার সঙ্গেই বসবে। আনন্দীর এই আত্মবিশ্বাস দেখে বাড়ির লোকজন বিস্মিত হয়, কারণ কেউই বুঝতে পারে না আনন্দী ঠিক কী পরিকল্পনা করছে। অন্যদিকে নন্দিনী তিতিরকে উসকাতে থাকে যাতে সে আদির মনে নিজের জায়গা করে নিতে পারে।

Anondi, Bengali Serial, Zee Bangla, Anondi Today Episode, Anondi Today Episode 31th October, আনন্দী আজকের পর্ব ৩১শে অক্টোবর, আনন্দী আজকের পর্ব, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল

আদি তিতিরকে নিয়ে সেমিনারে বের হয় এবং তিতির আনন্দী সম্পর্কে ভুল তথ্য বলে আদির মন ভোলানোর চেষ্টা করে। যদিও আদি তার কথায় বিরক্ত হয়, কিন্তু আনন্দী এক চমৎকার পরিকল্পনা তৈরি করে। সে আদির স্যারের কাছে গিয়ে জানায় যে আদি তার স্বামী এবং তাদের বাড়িতে পূজোর আয়োজন হয়েছে। আদি স্যারেরও পুরনো স্মৃতি মনে পড়ে যায়, আর আনন্দীর কথা শুনে তিনি মর্মাহত হন। আনন্দীর অনুরোধে তিনি লাহিড়ী বাড়িতেই সেমিনার আয়োজন করার সম্মতি দেন।

এরপর আনন্দী সেমিনারের সকল অংশগ্রহণকারীকে বাড়িতে আসার আমন্ত্রণ জানায়। এদিকে সেমিনার হলে পৌঁছে আদি দেখে কেউই উপস্থিত নেই, এবং সেই সময় তার কাছে ফোন আসে যে সেমিনার হচ্ছে তাদের বাড়িতে। বাড়ি ফিরে আদি দেখে আনন্দী স্যারকে খাওয়ানোর আয়োজন করেছে। এমন মজাদার দৃশ্য দেখে সে বিস্মিত হয় এবং মনে মনে আনন্দীর প্রতি এক ধরণের কৃতজ্ঞতা অনুভব করে।

এতকিছুর পরেও আদি ও আনন্দীর সম্পর্কের এই টানাপোড়েন কাটবে কি না, সেটাই দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।