জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জ’ঘন্য গল্প, সেই একঘেয়ে প্লট, রাইয়ের কাছে প্যানপ্যান করে কেঁ’দে আবার প্রাক্তন স্ত্রীর কাছে ফিরে গেল অনির্বাণ, বি’রক্ত দর্শক

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একের পর এক ধারাবাহিক আসছে যাচ্ছে। কারণ টিআরপি (TRP)। এখন এই তালিকায় যে ধারাবাহিকের নম্বর সবথেকে বেশি সেই ধারাবাহিকটির দর্শক মনে জনপ্রিয়তাও যে সবথেকে বেশি তা বলাই বাহুল্য। আর তাই সব ধারাবাহিক চেষ্টা করে টিআরপিতে ভালো ফল করার।

উল্লেখ্য, এরই মধ্যে কিছু কিছু ধারাবাহিক কিন্তু খুব অনায়াস দক্ষতায় মন জিতে নেয় বাঙালি দর্শকদের। আর তারই মধ্যে অন্যতম হল জি বাংলার পর্দায় চলা ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তিন বোনের জীবনের গল্প নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকে তিন বোনের চরিত্রে রয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী। যদিও এই ধারাবাহিকের একঘেয়েমি আর ভালো লাগছে না দর্শকদের।‌

বলাই বাহুল্য, যারা এই বাংলা‌ ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন, রাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে অনির্বাণ নিজের জীবন শুরু করেছিল সেই সময়‌ই অনির্বাণের জীবনে প্রাক্তন স্ত্রী কোয়েল ফিরে এসেছে। দয়ার সাগর রাই অনির্বাণের কথা না শুনেই কোয়েল আর তার সন্তানকে তাদের সংসারে থাকতে দিয়েছে। আর সেই করতে গিয়েই নিজের বিপদ নিজে ডেকে এনেছে সে।

এখন অনির্বাণকে হাত করতে ছোট মেয়েকে দিয়ে সুযোগ নিচ্ছে কোয়েল। অনির্বাণ‌ও ছোট মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। ছোট মেয়েটির অনুরোধ না ফেলতে পেরে সে রাইকে ছেড়েই কোয়েল আর তার মেয়ের সঙ্গে রাতে খাবার টেবিলে খেতে বসে যায়। আর বাড়ি ফিরে এই দৃশ্য দেখে মন কষ্টে ভুগতে থাকে রাই। এই নিয়ে ফের রাই-অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হবে বলেই আশঙ্কা দর্শকদের। আর এই ধরণের একঘেয়ে গল্প আর দর্শকদের ভালো লাগছে না দর্শকদের।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page