ঘরোয়া ছন্দে ঋত্বিকের জীবন জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ -এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন ঋত্বিক মুখোপাধ্যায় ( Writwik Mukherjee )। ‘আনন্দী’ (Anondi ) ধারাবাহিকে আদিদেব চরিত্রে তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। ছোটপর্দায় সাফল্যের পাশাপাশি সিরিজের জগতে নিজেকে প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর অভিনয় প্রতিভা এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, যা তাকে পর্দার বাইরেও সমান আলোচিত করেছে।
অভিনয়ের ব্যস্ত শিডিউলের বাইরে ঋত্বিক কীভাবে সময় কাটান, তা নিয়ে ভক্তদের উৎসাহের শেষ নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঋত্বিক জানিয়েছেন, অবসরে বেশিরভাগ সময় সিনেমা দেখে দিন কাটাতে পছন্দ করেন তিনি। শুটিংয়ের দিনগুলোর মাঝে বিরতি পেলে তিনি নিজেকে সিনেমার দুনিয়ায় ডুবিয়ে দেন। তাঁর কথায়, “সিনেমা আমার বড় ভালোবাসা, অবসরে এটা আমাকে সতেজ করে তোলে।”
শুটিংয়ের চাপের বাইরে, ঋত্বিকের জীবনে ঘরোয়া জীবনযাপনেই শান্তি খুঁজে পাওয়া যায়। তিনি একেবারেই ঘরকুনো স্বভাবের, পার্টি বা জমায়েতে খুব একটা দেখা যায় না তাকে। তার মতে, বাড়ির শান্ত পরিবেশেই মন ভরে ওঠে। নিজের রান্নায় তৈরি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল-ভাত খেয়ে তিনি খুবই খুশি। বিশেষ বিশেষ দিনে নিজেই চেষ্টা করেন নতুন কিছু রান্নার, যা তাঁর পরিবারকেও খুশি করে।
আশ্চর্যের বিষয়, ঋত্বিকের ছোটবেলায় অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল না। বরং প্রথমে ডাক্তার, পরে পুলিশ অফিসার, এমনকি সরকারি চাকরিজীবী হওয়ার ইচ্ছাও করেছিলেন। জীবনের বাঁকে বাঁকে তিনি নিজের ভাবনার পরিবর্তন ঘটিয়েছেন। একসময় বুঝতে পেরেছিলেন, অভিনয়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা। সেখান থেকেই শুরু হয় অভিনয়ের পথে তাঁর যাত্রা।
আরও পড়ুনঃ টিআরপি কম! শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, শুটিং শে’ষে চোখের জল আটকাতে পারলেন না অভিনেত্রী
ব্যক্তিগত জীবন ও অভিনয় নিয়ে ঋত্বিকের এই সহজ-সরল গল্প প্রমাণ করে, তিনি শুধুই একজন অভিনেতা নন; তাঁর সাদামাটা জীবন আর স্বপ্ন পূরণের গল্প তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা।