শীতকালের এই তিলোত্তমায় হিমেল হাওয়ার সঙ্গে চলছে বিয়ের মরসুম। চারিদিকে চলছে যেন এক বিয়ে বিয়ের রব। ছোট পর্দা থেকে বড় পর্দা, টলিউড (Tollywood) থেকে বলিউড সব জায়গাতেই রয়েছে বিয়ের গন্ধ। কেউ হঠাৎই গাটছড়া বেঁধে লোককে করছে সারপ্রাইজ, আবার কেউ জাঁকজমকপূর্ণভাবে করছে এনগেজমেন্ট। ইতিমধ্যেই টলিউডের ছোট পর্দার বেশ কিছু জুটি বাধা পড়েছে বিয়ের বন্ধনে, কেউ সেরে রেখেছে বাগদান। তেমনি এক মিষ্টি জুটি আগামী দিনে একসঙ্গে থাকার জন্য প্রথম পদক্ষেপ নিতে চলেছেন, হতে চলেছে এনগেজমেন্ট (Engagement)।
অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু এই দুই অভিনেতা-অভিনেত্রী ছোট পর্দা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই বিরাজমান। বিশেষত সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বেশ চর্চিত জুটি। ইনস্টাগ্রাম খুললেই যাদের ভিডিও দেখতে পাওয়া যায় তারা হলেন এই তারকা। কোন রেখে ঢেকে নয়, একেবারে অকপটভাবে প্রেম করতে দেখতে পাওয়া যায় এই জুটিকে। বর্তমানে এই জুটিরই করা একটি ভিডিও এসো ভাইরাল হয়ে উঠেছে নেট পাড়ায়। সুকান্ত তার প্রেমিকাকে পাহাড়ের দেশে নিয়ে গিয়ে প্রকৃতির মাঝে বিয়ের প্রস্তাব দেন।
এমনকি আগামী বেশ কিছুদিনের মধ্যে হতে চলেছে তাদের বাগদান পর্ব। দুই পরিবারকে সাক্ষী রেখেই হবেই শুভ কাজ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর সকলে জানতে পারা মাত্রই শুভেচ্ছা এবং আশীর্বাদে ভরিয়ে দেন এই জুটিকে। তাদের জীবনের নতুন পদক্ষেপের জন্যই সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, আগামী দিনের প্ল্যানিং ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে।
প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে, শুভদিন আসতে বেশী দেরী নেই। ইতিমধ্যেই কাজ করছি প্রচুর এক্সাইটমেন্ট বললেন ছোট পর্দার অভিনেত্রী অনন্যা। সুকান্তর মনের মধ্যে কি চলছে সাক্ষাৎকারে এই প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি বললেন, “কবে আইবে আমার পালারে? কবে দিমু গলায় মালারে?” এতে বোঝা যাচ্ছে কতটা আগ্রহের সঙ্গে দিন গুণছেন এই জুটি। নিত্যদিনের রুটিন থেকে শুরু করে মনের কথা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া সবটাই বললেন অনন্যা-সুকান্ত।
আরও পড়ুনঃ বাবা-মায়ের উপযুক্ত ছেলে, মাত্র ১১ বছর বয়সে বিরাট সাফল্য পেল সহজ, ছেলের সাফল্যে গর্বিত রাহুল-প্রিয়াঙ্কা!
কথায় কথায় আরও বলেন, কোনো সমস্যার সম্মুখীন হলে একসঙ্গে আলোচনা করে তা সমাধান করে। আবার সুকান্তর কথায়, তাঁদের মধ্যে রয়েছে বন্ধুত্বের ভাগই বেশী, কেউ তেমন রোমান্টিক নন। একেবারে উঠল বাই, তো কটক যাইয়ের মতন অবস্থা করে দার্জিলিং পৌঁছে যেছিলো এই রোমান্টিক জুটি এবং সেখানে গিয়েই সুকান্ত করে ফেলল বিয়ের প্রস্তাব। এই জুটির কথায়, বাবা-মায়েরা পাশে রয়েছে সবসময় পথপ্রদর্শকের মত বাকিটা তো নিজেরাই ঠিক করে রেখেছি।