চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝে এসে আবারও সকলের সামনে হাজির হয়েছে সিরিয়ালের (Serial) সাপ্তাহিক টিআরপি-র ফলাফল। টেলিভিশনের যেকোনো ধারাবাহিক কোন সপ্তাহে কেমন স্কোর করছে তা জানার একমাত্র উপায় এই টিআরপি। সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনই আসে এই রেটিং চার্ট।
প্রতিটা সিরিয়ালের মধ্যে একে অপরের সঙ্গে বন্ধুত্ব থাকলেও এই একটি মাত্র বিষয় কেউ এক ইঞ্চিও মাঠ ছাড়ার পাত্র নয়। গতবছরের শেষের দিক থেকেই বিভিন্ন মেগাই শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ধামাকাদার মহাপর্বের পর পর্ব দিয়ে দর্শকদের মন কমবেশি করে জয় করে নিচ্ছে। চলুন তাহলে বেশি দেরি না করে জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা।
বিগত কয়েক সপ্তাহ ধরে নিজের মান এবং জনপ্রিয় তাকে ধরে রেখে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’, ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। ৭.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘পরিণীতা’। তৃতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় ‘ফুলকি’ ধারাবাহিক, প্রাপ্ত নম্বর ৭.৭। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘কথা’ এবং জি বাংলার জগদ্ধাত্রী’, নম্বর পেয়েছে যথাক্রমে ৭.৩ এবং ৭.২।
আরও পড়ুনঃ ‘গদাই ঠাকুর’ হয়ে মন জিতে ছিলেন আপামর বাঙালির! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন সৌরভ সাহা?
চলুন দেখে নিন, এক নজরে বাংলা ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপির তালিকা-
1st •• গীতা এলএলবি 7.9
2nd •• পরিণীতা 7.8
3rd •• ফুলকি 7.7
4th •• কথা 7.3
5th •• জগদ্ধাত্রী 7.2