জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একেই বলে কপাল! বন্ধ হয়ে ফের শুরু পুবের ময়না’র শুটিং! দারুন খুশি নায়ক গৌরব রায় চৌধুরী

টেলিভিশন (Television) পর্দায় একসময় একাধিক আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ‘পুবের ময়না’(puber moyna) ধারাবাহিকটি। প্রতিদিন জি বাংলায় (zee Bangla) সম্প্রচারিত হত ধারাবাহিকটি। দর্শকদের হৃদয়ে শক্ত জায়গা করে নেওয়া এই মেগা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, তবে হঠাৎ এক সুসংবাদ শোনালেন চ্যানেল কর্তৃপক্ষ। এরই মধ্যে দর্শকদের কাছে এই খবর নতুন আশার আলো হয়ে দেখা দিল।

শুটিং বন্ধ হওয়ার পর আবার নতুন করে ফিরছে ধারাবাহিকটির শুটিং। এমন একটি ঘটনা, যা অনেকেই ভাবতে পারেননি। দীর্ঘ বিরতির পর একেবারে পুরনো রূপে ফিরে আসছে ‘পুবের ময়না’, যেখানে দেখা যাবে পুরনো চেনা চরিত্রগুলিকে। তবে, এই সমস্ত কিছু ঘটল দর্শকদের ভালোবাসা এবং জনপ্রিয়তার ফলস্বরূপ।

puber moyna new promo is out now

গৌরব রায় চৌধুরী, যিনি নায়ক হিসেবে ‘পুবের ময়না’-র অন্যতম মুখ, জানালেন এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ। অভিনেতা জানিয়েছেন, “আজ থেকেই শ্যুটিংয়ে ফিরলাম। এটা দর্শকদের ভালোবাসা। এই কারণেই আমাদের ফেরা। আমি তো প্রস্তুতি নিচ্ছিলাম নতুন প্রোজেক্টের। তারপর হঠাৎ করেই শুনলাম এটা শুরু হচ্ছে। ওটিটি-তে এই মেগা দর্শক খুব পছন্দ করেছে, তাই চ্যানেল ঠিক করেছে দর্শকই শেষ কথা। ভীষণ এক্সাইটেড আর হ্যাপি।”

ধারাবাহিকটির বন্ধ হওয়ার পর আবার ফিরে আসা দেখে অভিনেতা এবং কলাকুশলীরা অত্যন্ত খুশি। তারা জানান, ‘পুবের ময়না’ তাদের কাছে একটি বিশেষ স্থান দখল করে আছে। দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার, যেখানে তারা আবার তাদের প্রিয় চরিত্রগুলোকে একসঙ্গে দেখতে পাবেন।

পুবের ময়নার ফিরে আসার সাথে সাথে একটি নতুন দিগন্ত খুলে যাচ্ছে। চ্যানেল এবং কলাকুশলীরা আশা করছেন, দর্শকদের ভালবাসা ও সমর্থনের ফলে ধারাবাহিকটি আগের মতোই সফলতা পাবে এবং দর্শকদের মন জিততে পারবে।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।