জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ছদ্মবেশ ধরল রাই!’ মুখোশ খুলল কোয়েল-নীলুর! ধামাকা পর্ব আসছে ‘মিঠিঝোরা’য়

‘মিঠিঝোরা’র (Mithijhora) গল্পে আসতে চলেছে নতুন মোর। এমনিতেই এই গল্পের পরতে পরতে রয়েছে চমক। বর্তমানে এই ধারাবাহিকের দৃশ্য দেখা যাচ্ছে মুখোশ দিয়ে মুখ ঢাকার খেলা। জি বাংলা এই সিরিয়াল মূলত শুরু হয়েছিল তিন বোনের জীবনের গল্প নিয়ে। এই মুহূর্তে গল্পের এই ধারাকে বজায় রাখা হয়েছে ঠিকই, কিন্তু তিন বোনই হয়ে উঠেছে একে অপরের প্রতিপক্ষ।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু, সুমন দে এবং আরও অনেকে। এই মুহূর্তে ধারাবাহিকের দৃশ্যে দেখা যাচ্ছে অনির্বাণ এর আগের পক্ষে স্ত্রী ফিরে এসেছে। তৃতীয় ব্যক্তি হয়ে অনির্বাণ এবং রাইয়ের মাঝে সম্পর্কের ভাঙ্গন ধরিয়েছে। অনির্বাণের স্ত্রী ছাড়াও এর আগেও অনেকেই এই জুটির সম্পর্কে ভাঙ্গন ধরাতে চেয়েছিল কিন্তু তাঁরা সফল হয়নি।

জানা গেছে, কোয়েল অর্থাৎ অনির্বাণের আগের পক্ষের স্ত্রী মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। কিন্তু অন্যদিকে দেখা গেছে কোয়েল অসুস্থতার ভান করছে কেবলই প্রাক্তন স্বামীকে ফিরে পাওয়ার জন্য। এমনকি এই নোংরা খেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাইয়ের বোন নীলু। নীলু কখনোই চায়না তার দিদি সুখে-শান্তিতে সংসার করুক।

নীলু এবং কোয়েলের ষড়যন্ত্র বুঝতে পেরে ধারণ করেছে ছদ্মবেশ। অন্যদিকে, সবকিছু জানা সত্ত্বেও রাই অনির্বাণকে ডিভোর্স দেওয়ার প্রস্তাব রেখেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও অনির্বাণ রাইকে সম্পর্ক থেকে মুক্তি দিয়েছে। আগামীপর্বে দেখতে পাওয়া যাবে, রাই মুখ লুকিয়ে নীলু ও কোয়েলকে ফলো করে পৌঁছেছে একটা রেস্টুরেন্টে। এই দৃশ্য দেখে খুব স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে রয়েছে সিরিয়াল প্রেমীরা। সকলের মনে এখন একটাই প্রশ্ন ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে কী আদৌ মিল হবে রাই- অনির্বাণের?

Tolly Tales