ছোটপর্দার পরিচিত মুখ শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee), যিনি ‘ঝিলিক’ নামেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে টেলিভিশনে কাজ করে আসা এই অভিনেত্রী এখন আবারও খবরের শিরোনামে। একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও শ্রীতমার জনপ্রিয়তা আজও অটুট। কীভাবে মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্রে রূপান্তর, কীভাবেই বা দেখছেন নিজের এই পরিবর্তন—এসব নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।
টেলিভিশনে প্রথম বড় ব্রেক আসে ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ ধারাবাহিকে ঝিলিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শ্রীতমার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, দর্শকরা আজও তাকে ঝিলিক নামেই চিনে। এরপর একে একে ‘ইচ্ছে নদী’, ‘কার কাছে কই মনের কথা’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন। পুতুল চরিত্রে তার অভিনয় আবারও প্রমাণ করে দিয়েছিল যে, ছোট বা বড় চরিত্র নয়, অভিনয় দক্ষতাই আসল।
মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্রে নামার প্রসঙ্গে শ্রীতমা বলেন, “নায়িকা হতে না পারায় কোনো আফসোস নেই। আমি অভিনেত্রী হতে চেয়েছিলাম, আর অভিনয়টাই আমার কাছে আসল।” তার এই মন্তব্যে স্পষ্ট, নিজের প্যাশন নিয়েই এগিয়ে যেতে চান তিনি। যদিও তিনি জানান, ভবিষ্যতে যদি মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, তবে অবশ্যই গ্রহণ করবেন। তার কাছে অভিনয়টাই সব।
শ্রীতমা আরও বলেন, “অভিনয় জীবনে ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে। নিজের সম্পর্কে খারাপ মন্তব্য শুনলেও তিনি সেগুলো গায়ে মাখেন না।” তিনি মজার ছলেই এসব নেন, কারণ নিজের আত্মবিশ্বাস এবং প্রিয়জনদের সমর্থনে তিনি ভরসা রাখেন। তার মতে, জীবনে ধাক্কা খেলে তবেই মানুষ শিখতে পারে, এবং সেটাই তাকে আরও শক্তিশালী করে তোলে।
আরও পড়ুনঃ টিআরপিতে জি বাংলার জয়জয়কার! শীর্ষস্থান দখল করলো কোন ধারাবাহিক? নাম জানলে চমকাবেন
এই মনোভাবই শ্রীতমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুখ্য চরিত্র না পেলেও তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার গল্প দর্শকদের প্রেরণা জোগাবে, যারা জীবনের ওঠাপড়ার মধ্যে দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে চান। শ্রীতমা প্রমাণ করেছেন, নিজের প্রতি আস্থা এবং প্যাশন থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়।