জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শীঘ্রই আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড! কবে, কোন সময়ে সম্প্রচারিত হবে? জেনে নিন সম্পূর্ণ তথ্য!

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড হল চ্যানেলটির অন্যতম জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। প্রতি বছর এই পুরস্কার অনুষ্ঠানটি জি বাংলার ধারাবাহিক এবং চরিত্রগুলিকে সম্মানিত করার উদ্দেশ্যে আয়োজিত হয়। দর্শক এবং জুরি উভয়ের মূল্যায়নে নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়, যেমন সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা জুটি, সেরা খল চরিত্র ইত্যাদি।

এটি শুধুমাত্র একটি অ্যাওয়ার্ড শো নয়, বরং অনুষ্ঠানটির মধ্য দিয়ে ধারাবাহিকগুলির অভিনয়শিল্পী ও টিমের পরিশ্রম এবং জনপ্রিয়তাকে উদযাপন করা হয়। পুরস্কার অনুষ্ঠানে থাকে তারকাদের নাচ, গান এবং বিনোদনের অসাধারণ পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। প্রতিবছরই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এই দিনটির জন্য। যেখানে জি বাংলার সমস্ত ধারাবাহিকের পরিবারকে একসঙ্গে এক জায়গায় দেখতে পাওয়া যাবে।

২০২৫ সালের সোনার সংসার অ্যাওয়ার্ডের সঠিক সম্প্রচারের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। এ বছরও আশা করা হচ্ছে যে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলি যেমন ‘জগদ্ধাত্রী,’ ‘নিম ফুলের মধু,’ ‘ফুলকি’ ইত্যাদি অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হবে।

সম্প্রতি জি বাংলার পর্দায় সোনার সংসার অ্যাওয়ার্ড এর প্রোমো এসেছে সামনে, যেখানে শুভশ্রীকে পারফর্ম করতে দেখতে পাওয়া যাবে। জানে গেছে চলতি মাসের শেষের দিকেই সামনে আসবে সোনার সংসারের সম্পূর্ণ প্রোমো। এরপরেই ফেব্রুয়ারিতে শুরু হয়ে যাবে যাবতীয় ভোট, অর্থাৎ বিভিন্ন ধারাবাহিকের সেরা বর, বউ, শাশুড়ি, খলনায়ক, পরিবার ইত্যাদি বাছাই করে নেওয়ার ভোটপর্ব।

সম্প্রতি, জি বাংলা তাদের ইউটিউব চ্যানেলে “জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ আসছে!” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে, যা ইঙ্গিত দেয় যে অনুষ্ঠানটি শীঘ্রই সম্প্রচারিত হবে। সম্ভবত ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেই সোনার সংসার অভাবের সম্পূর্ণ শুটিং সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। অতএব মার্চের মাঝে বা শেষের দিকেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।