জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মৃত্যুর মুখ থেকে ফিরলেন অভিনেত্রী জিনাত আমান! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?

ভারতীয় চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী জিনত আমন (Zeenat Aman) ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নাম ছিলেন। সেই সময় বড়পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তার ক্যারিয়ারে অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার শৈলীর জন্য পরিচিত। তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাম কিসি সে কম নেহি, পরিচয়, শাহেনশাহ, এবং রেহনা তেরি পাশ। তিনি তার অভিনয় ক্ষমতা, দৃশ্যমানতা, এবং স্টাইলের জন্য প্রশংসিত ছিলেন।

বহু বছর ধরেই পর্দা থেকে বিরতি নিয়েছেন জিনত। বয়স ৮০-র ঘরে ঢুকতে যায় কিন্তু এখনো যেন একই মাপের গ্ল্যামার বহন করে চলেছেন তিনি। ৭৯ বছর বয়সেও নতুন প্রজন্মকে সমান তালে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বহুদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও প্রায়শই বেশ কিছু রিয়্যালিটি শো এর মঞ্চে দেখা যায় তাঁকে, এছাড়াও টুকটাক বিজ্ঞাপনও করে থাকেন তিনি। এমনকি ইনস্টাগ্রামেও নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী। যেখানে নিজের এক একটি ছবির মাধুর্যে আকর্ষণ করেন নতুন প্রজন্মের চোখ।

তবে সোমবার রাতে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন জিনত। রোজই যে কাজটা করেন সেটা করতে গিয়ে এত বড়ো বিপদের মুখে পড়বেন টা তিনি স্বপ্নেও ভাবেননি। মৃত্যুকে যেন সামনে থেকে দেখে এসেছেন তিনি। নিত্যদিন রুটিন মাফিকে যে কাজ করেন তা করতে গিয়েই এমন গন্ডগোল হবে তা এক মুহূর্তের জন্য মনের কোণেও আসেনি। কি ছিল সেই ঘটনা?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের কি লম্বা পোস্ট লিখেছেন জিনত। সেখানে দিয়েছেন সোমবার রাতের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। জিনত লিখলেন, “একটি কাজের শুট সেরে একটু রাতের দিকেই বাড়িতে ফিরেছিলাম। আমার প্রিয় পোষ্যর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বেডরুমে ঢুকলাম। রোজই রাতে শোয়ার আগে আমাকে ব্লাড প্রেসারের ওষুধ খেতে হয়। সেদিন রাতেও সেটা করি। কিন্তু হঠাৎই গলার মধ্যে ওষুধ আটকে যায়। দমবন্ধ হয়ে আসে। চোখে ঝাপসা দেখতে শুরু করি। মাথা ঘোরাচ্ছিল। অস্বস্তি হচ্ছিল। অনেক কষ্টে জল খেলাম, তবুও ওষুধ আটকেই ছিল। বুঝতে পারছিলাম না কী করব। দম বন্ধ হয়ে আসছিল।”

শুধু তাই নয় জিনত আরও লেখেন, “ডাক্তারকে ফোন করার চেষ্টা করলাম। কিন্তু পায়নি। তারপর ছেলে জাহানকে ফোন করতে সে দ্রুত চলে আসে বাড়িতে। তবে ততক্ষণে কিছুটা আরাম পেয়েছিলাম। আমি ক্রমাগত উষ্ণজল পান করছিলাম। সত্যি মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম।” এমন ভয়াবহ অভিজ্ঞতা আগে হয়নি তাঁর। অনেকটা ভয় পেয়ে গিয়েই এই পোস্ট করে সকলকে সাবধানতার বার্তা দিয়েছেন তিনি।

Ratna Adhikary