জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভাইরাল ‘খুদে তারকা’!মাত্র পাঁচ মাসেই দুর্দান্ত এক্সপ্রেশন ও নাচে নেটিজেনদের মুগ্ধ করল প্রীতি-রাহুলের মেয়ে!

মাত্র পাঁচ মাস পেরিয়েছে, এর মধ্যেই প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদারের একমাত্র কন্যা আইরা তার দুষ্টু-মিষ্টি কাণ্ডকারখানার জন্য সকলের নজর কেড়েছে। বাবা-মায়ের সঙ্গে তাল মিলিয়ে সে যেভাবে ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্তভাবে ধরা দিচ্ছে, তা দেখে নেটিজেনরা মুগ্ধ।

প্রীতি ও রাহুল মাঝেমধ্যেই তাঁদের আদরের মেয়েকে নিয়ে নানা মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিবারই আইরার এক্সপ্রেশন, তার ছোট্ট ছোট্ট কাণ্ডকারখানা মুহূর্তে মন জয় করে নেয় নেটবাসীদের। সম্প্রতি সরস্বতী পুজোর দিন ছোট্ট আইরার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে দেখা যাচ্ছে দিদুনের উপহার দেওয়া ঘাগরা ও ওড়না পরে ক্যামেরার সামনে দুর্দান্ত অভিব্যক্তি দিতে।

শুধু ছবি তোলা বা ভিডিও করা নয়, নাচের প্রতিও রয়েছে তার প্রবল আগ্রহ। তার প্রমাণ মিলেছে আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে, যেখানে মায়ের কোলে বসে জনপ্রিয় ট্রেন্ডিং গান ‘উই আম্মা’-এর তালে তালে হাত-পা নেড়ে নাচছে ছোট্ট আইরা। ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে সে যে আনন্দ পাচ্ছে, তা যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। তার বয়সী শিশুরা সাধারণত ক্যামেরার সামনে অতটা সাবলীল হয় না, অথচ আইরা যেন একেবারেই নির্ভীক। ছোট্ট এই বয়সেই ক্যামেরার সামনে তার স্বাভাবিক উপস্থিতি দেখে অনেকেই ভাবছেন, ভবিষ্যতে কি আইরা অভিনেত্রী হবে? তার অভিব্যক্তি, নাচ ও দুরন্তপনা দেখে মনে হচ্ছে যেন সে ইতিমধ্যেই নিজেকে মেলে ধরতে শিখে গেছে।

এই বিষয়ে মা প্রীতি বিশ্বাস বলেন, ‘আইরা বরাবরই চঞ্চল। এক জায়গায় বেশিক্ষণ চুপচাপ বসে থাকতে পারে না। যত নাচানাচি, খেলাধুলা করবে, ততই ও খুশি থাকবে। এই ভিডিওটি যখন তোলা হয়েছিল, তখন ওর শরীরও ভালো ছিল না। ঠান্ডা লেগেছিল, তবুও ও একটুও ক্লান্ত বোধ করেনি। বরং, ভিডিও করার সময় আরও বেশি প্রাণবন্ত ছিল।’ প্রীতির কথায় স্পষ্ট, ছোট্ট আইরা এখন থেকেই যা কিছু করছে, তা নিছক মজার ছলেই করছে। তবে তার এই স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ও আনন্দ দেখলে অনেকেই ভবিষ্যতে তাকে বিনোদন জগতের অংশ হিসেবে কল্পনা করছেন।

আইরার প্রতিটি ভিডিওতেই ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে যায়। তার মিষ্টি হাসি, দুরন্তপনা ও স্বতঃস্ফূর্ত নাচ দেখে অনেকেই কমেন্টে শুভেচ্ছা জানান। কেউ লেখেন, ‘এক্কেবারে ভবিষ্যৎ তারকা!’, আবার কেউ বলেন, ‘এই বয়সেই এত সুন্দর এক্সপ্রেশন, বড় হয়ে যে দারুণ কিছু করবে, তা বলাই বাহুল্য।’ সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভাইরাল হওয়া এই ছোট্ট আইরা যে ভবিষ্যতে আরও অনেক সুন্দর মুহূর্ত উপহার দেবে, তা বলার অপেক্ষা রাখে না!

Piya Chanda