জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপেক্ষার অবসান! সিঁদুর পর নতুন চমক নিয়ে ফিরছেন মেঘা দাঁ

টেলিভিশন দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ মেঘা দাঁ। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পিলু-তে নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু এই মিষ্টি ও ইতিবাচক চরিত্রের বাইরে গিয়ে যখন কথা ধারাবাহিকে একেবারে ভিন্নভাবে, ভিলেন হিসেবে আবির্ভূত হলেন, তখন অনেকেই চমকে গিয়েছিলেন। মেঘার এই নতুন রূপ দেখতে প্রথমদিকে অবাক হলেও ধীরে ধীরে তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

কথা ধারাবাহিকে মেঘার চরিত্রের নাম ম্যান্ডি, যিনি মূলত নায়িকা কথার জীবনকে দুর্বিষহ করে তুলতে চায়। তার ছল-চাতুরী, ষড়যন্ত্র আর ধূর্ত বুদ্ধির খেলা দেখেই দর্শকরা তাকে একদিকে যেমন ঘৃণা করেন, তেমনি তার অসাধারণ অভিনয় দক্ষতার জন্য প্রশংসাও করেন। তবে বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে ম্যান্ডিকে দেখা যাচ্ছিল না। গল্পের মোড় বদল হওয়ার কারণে ম্যান্ডি যেন কিছুটা অন্তরালে চলে গিয়েছিল।

pilu megha daw

কিন্তু এবার সুখবর! আবারও পর্দায় ফিরতে চলেছেন মেঘা দাঁ। কোন ধারাবাহিকে ফিরছেন তিনি এই নিয়ে দর্শকদের ছিল নানান প্রশ্ন। জানা গেছে অন্য কোনো ধারাবাহিকে নয় বরং ‘কথা’ তেই ফের নতুন চক্রান্ত নিয়ে হাজির হবে সে, আর তার নিশানা হবে কথা এবং এভির জীবন। গল্পের মোড় কীভাবে পরিবর্তিত হবে, তা নিয়েই এখন কৌতূহলী দর্শকরা। ম্যান্ডির অনুপস্থিতি অনেকেই অনুভব করছিলেন, তাই প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় ফিরে পেতে দারুণ উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

এমনিতেই কথা ধারাবাহিকের টানটান গল্প দর্শকদের বেশ আকৃষ্ট করে রেখেছে। এর মধ্যে ম্যান্ডির প্রত্যাবর্তন যে আরও উত্তেজনা সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না। মেঘা দাঁর শক্তিশালী অভিনয় এবং তার চরিত্রের আকর্ষণীয় দিক আবারও দর্শকদের সামনে ধরা দেবে, যা নতুন মোড় আনবে গল্পে।

মেঘা নিজেও ম্যান্ডি চরিত্রে অভিনয় করতে দারুণ উপভোগ করেন। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রে অভিনয় করাও যে একজন অভিনেত্রীর দক্ষতার পরিচয় দেয়, সেটাই প্রমাণ করেছেন তিনি। এবার দেখার, তার প্রত্যাবর্তনে কথা ও এভির জীবন কীভাবে আবার দুঃস্বপ্নে পরিণত হয়!

Piya Chanda