জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জিনিয়া-সেবন্তীর চালবাজি! শুভকে ভুল বুঝলো আদৃত! ভন্ডামির মুখোশ ছিঁড়তে পারবে কি শুভ

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। উষসী রায় ও সুস্মিত মুখার্জী অভিনীত এই ধারাবাহিক নিত্যনতুন মোড় ঘোরানো পর্ব এনে দর্শকদের কার্যত চমকে দিচ্ছে। ধারাবাহিকে এবার দেখা যাবে, কিভাবে অয়নার থেকে সবটা জেনে শুভ জিনিয়ার কুকীর্তি ফাঁস করবে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৯ ফেব্রুয়ারি এপিসোড (Grihoprobesh Today Episode 19 February)

স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের কাহিনী মূলত শুভলক্ষ্মীকে কেন্দ্র করে। যে নিজের দেশ, নিজের রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। ছোটবেলা থেকেই পরিচয় থাকা আদৃত দার সঙ্গে পরবর্তীকালে বিবাহ বন্ধনে বাঁধা পড়ে শুভলক্ষ্মী। নিজের যত্নে ও গুনে বিদেশের মাটিতেই এক টুকরো বাংলা গড়ে তুলেছে সে। যদিও শাশুড়ি মায়ের চোখে চির অপছন্দের পাত্রী শুভ।

Star Jalsha, Grihoprobesh, Bengali Serial, Grihoprobesh Today Episode 18th February, স্টার জলসা, গৃহপ্রবেশ

অতীতে আদৃতর সঙ্গে জিনিয়ার বিয়ে ঠিক হয়। কিন্তু আদৃত সেই বিয়ে ভেঙে শুভলক্ষ্মীকে বিয়ে করে। বুদ্ধিমতী শুভ গোটা পরিবারকে একসঙ্গে জুড়ে রেখেছে এক সুতোয় বেঁধে রেখেছে। সম্প্রতি সে হার উদ্ধার করে পরিবারের সম্মান ফিরিয়ে দিয়েছে। স্টার জলসা সিরিয়াল গৃহপ্রবেশ আজকের পর্বে দেখা যায় সেবন্তী শুভকে আরো উচিত শিক্ষা দেওয়ার জন্য নতুন করে প্ল্যান করতে থাকেন। অন্যদিকে অয়না জিনিয়াকে এসে বলতে থাকে ধন্যবাদ কিন্তু জিনিয়া তখন জানায় আমার বোন যদি কোন বিপদে পড়তো তাহলে আমি কি তাকে বাঁচাতাম না।

অন্যদিকে জিনিয়া এবং সেবন্তী প্ল্যান করতে থাকে জিনিয়ার শাড়িতে সেবন্তি ইচ্ছে করে কিছু একটা ফেলে দেবে তখন জিনিয়া শুভর ঘর থেকে শুভর একটি শাড়ি পড়বে যেই শাড়িটি আদৃত তাকে দিয়েছে। অন্যদিকে শুভ ও ভালো করে বুঝতে পারে, জিনিয়ার নতুন করে এই বাড়িতে আসা-যাওয়া বাড়িয়ে দিয়েছে এবং এর কারণে শুভ এবং আদৃত এর মধ্যে দূরত্ব বাড়তে পারে।

অন্যদিকে সেবন্তী খাওয়ার সময় ইচ্ছা করেই জিনিয়ার শাড়িতে ডাল ফেলে দেয় এবং প্ল্যান মতো জিনিয়া গিয়ে শুভর শাড়ি পড়ে এই নিয়ে শুরু হয় অশান্তি। শুভ ছেড়ে কথা বলে না জিনিয়াকে অনেক কথা শোনায় এবং সেবন্তী ইচ্ছা করে আদৃত আসার পরেই তাকে কান্নাকাটি করে সমস্ত কথা বলতে থাকে। এর পরেই শুরু হয় আদৃত এবং শুভর মধ্যে ঝামেলা।

Piya Chanda