জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপিতে শীর্ষে থাকলেও ‘রায়ান’ নয়, জি-বাংলার সেরা নায়কের শিরোপা ‘রুবেল দাসে’র! মঞ্চে আবেগঘন মুহূর্ত ক্যাপচার করলেন স্ত্রী শ্বেতা ভট্টাচার্য!

এখন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা ‘রুবেল দাস’ (Rubel Das) । নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রমের জোরে তিনি আজ ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। শুরুটা সহজ ছিল না, কিন্তু ধারাবাহিকভাবে ভালো কাজ করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে সৃজনের (Srijan) চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে, যা তাঁকে আরও জনপ্রিয় করেছে। বাংলা টেলিভিশনে তাঁর এই সাফল্য প্রমাণ করে, কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে মানুষ নিজের স্বপ্ন পূরণ করতেই পারে।

অভিনয় জীবনের পাশাপাশি রুবেল দাসের ব্যক্তিগত জীবনও ভক্তদের কাছে বেশ আকর্ষণের বিষয়। তিনি অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্যে’র (Sweta Bhattacharya) সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে মাস দুয়েক হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাঁদের জুটি টলিপাড়া থেকে নেটপাড়া সর্বত্রই বেশ চর্চিত। শ্বেতা নিজেও একজন সফল অভিনেত্রী এবং দু’জনের রসায়ন অফস্ক্রিনেও দারুণ। একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা তাঁদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

image 51

রুবেলের সাফল্যে শ্বেতা সবসময়ই পাশে থাকেন এবং একসঙ্গে তাঁরা নিজেদের পেশাগত ও ব্যক্তিগত জীবন উপভোগ করেন। এবারও সোনার সংসার অ্যাওয়ার্ডসে (Zee Bangla Sonar Sansar) দেখা গেল সেই ভালোবাসার প্রতিচ্ছবি। বহু প্রতীক্ষার পর সম্প্রচারিত হল জি-বাংলার এই বিশেষ অ্যাওয়ার্ড শো, যেখানে বছরের পর বছর কঠোর পরিশ্রম করা অভিনেতাদের সম্মান জানানো হয়। এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা।নাচ-গানে জমে উঠেছিল মঞ্চ।

আর সবার নজর ছিল কে কোন পুরস্কার জিতে নেয় তার দিকে। এই বছর জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) সর্বোচ্চ স্থান দখল করলেও, ‘সেরা নায়কে’র (Best Actor Male) পুরস্কার জিতে নিয়েছেন রুবেল দাস। উদয় নয়, বরং সকলকে পেছনে ফেলে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সৃজন চরিত্রের জন্য তাঁকে সম্মানিত করা হয়। তাঁর এই জয় প্রমাণ করে, দর্শকদের মন জয় করাই একজন অভিনেতার আসল সাফল্য, টিআরপি লিস্ট খুব একটা প্রভাব ফেলে না।

রুবেলের এই সাফল্যে সবচেয়ে খুশি তাঁর জীবনসঙ্গী শ্বেতা ভট্টাচার্য। যখন রুবেল কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) হাত থেকে পুরস্কার গ্রহণ করছিলেন, শ্বেতা দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পরে সেই ছবি রুবেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই, শ্বেতা কমেন্টে লেখেন, “গর্বিত হাবি, তুমি এটার যোগ্য।” তাঁদের এই সুন্দর সম্পর্ক ও পারস্পরিক সমর্থনই তাঁদের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলছে। ভবিষ্যতে এই সম্পর্ক যেন আরো দৃঢ় হয় এই আমাদের কামনা!

Piya Chanda