জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জামাইয়ের জন্য কাকিমার প্রথম শর্ত যৌথ পরিবার থাকতে হবে কিন্তু রুদ্র যে অনাথ, একাই থাকে! রিজেক্ট হয়ে গেল নিপার বিয়ে, অনশন কি আদেও ভাঙবে ছোট গিন্নী?

সকলেই বেশ চিন্তিত কারণ মিঠাইয়ের টিআরপি হুহু করে কমছে তবে চলতি সপ্তাহে পিআরপি আসলে বোঝা যাবে যে অনুরাধা এবং সমরেশের বিয়েটা ঠিক কিভাবে নিয়েছে দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় রিভিউ দেখে তো বোঝা যাচ্ছে যে নেটিজেনরা ভালোভাবেই মেনে নিয়েছেন। তবে সব থেকে বড় কথা হল প্রতিপক্ষ চ্যানেলের ভক্তরা এই বিয়ে নিয়ে নোংরা ইঙ্গিত দিচ্ছেন। বলছেন আসলে জলসার টক্সিক ভক্তরা মানসিক দিয়ে তো খুব নীচু।‌
Screenshot 74

তবে এখন আবার নীপার বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে মিঠাইতে‌। বাড়ির সকলের বিয়ে হয়ে গেল এমনকি জেঠুর দ্বিতীয়বার বিয়ে হল কিন্তু নীপার বিয়ের কেউ খেয়ালই রাখছে না। তার মতে তার বিয়ের বয়স হয়ে গেছে অনেকদিন কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। তাই সে অনশনে বসেছে।
Screenshot 76

আজ সহজ করে কাকিমাকে হল্লা পার্টির সকলে বলতে গেছে কারণ নিপা জেদ ধরে বসে আছে আর কারোর খাওয়া হয়নি। ঘুরিয়ে ফিরিয়ে নীপার জন্য কেমন বর পছন্দ যখন জিজ্ঞাসা করেছি একটা যৌথ পরিবার থাকতে হবে জামাইয়ের। কারণ নীপা তো ছেলেমানুষ, একা সংসারের সবকিছু সামলাতে পারবে না।তাই যৌথ পরিবারে অভিভাবকের আন্ডারে সে ভালো থাকবে।
Screenshot 77

তবে এই কথাটা শুনে সকলের মুখ চুন হয়ে গেছে কারণ রুদ্র মা বাবা কেউ নেই, তার তিন কূলে কেউ নেই সে একাই থাকে। সকলে এবার ভাববেন এসেছেন কাকিমাকে মানাবে কী করে কিন্তু একটা কাকিমা কথা বলেছে যে ছেলেকে সুপাত্র হতে হবে। সেটা তো ঠিক আছে তবে এই যৌথ পরিবারের ব্যাপারটাই ভাবিয়ে তুলেছে হল্লা পার্টিকে। তবে কি রুদ্র ঘর জামাই হয়ে থাকবে মোদক পরিবারে যদিও রাজীবের আর রাতুলও প্রায় অর্ধেক ঘর জামাইই বটে।
Screenshot 80

Titli Bhattacharya