স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) দর্শকের পছন্দের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে গল্পে টানটান উত্তেজনার জেরে। শুভ-আকাশ-আদৃতের সম্পর্কের জটিলতা, মোহনা এবং সেবন্তীর আবেগ, সব মিলিয়ে দর্শক রীতিমতো আটকে রয়েছেন প্রতিটি এপিসোডে। একসময় যাকে সবাই মৃত ভেবে নিয়েছিল, সেই আদৃত আবার ফিরে এসেছে।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৬ এপ্রিল (Grihoprobesh today episode 16 april)
আজকের পর্বে দেখা যায়, শুভ এবং আদৃত একসঙ্গে নিউইয়র্ক থেকে ফিরে আসে। বৌভাতে যখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, ঠিক তখনই বিয়ের মণ্ডপে পা রেখেই অজ্ঞান হয়ে পড়ে যায় আয়ান। তার এই আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়ে রায় পরিবারের সকলে। শুভ, সেবন্তী থেকে শুরু করে বাড়ির প্রত্যেকেই তার জ্ঞান ফেরাতে উঠে পড়ে লাগে। কেউ জল ঝাপটা দিচ্ছে, কেউ প্রার্থনা করছে।

জ্ঞান ফেরার পর আদৃত কাউকেই চিনতে পারছে না। সেবন্তী যাকে নিজের ছেলে বলে চেনাচ্ছেন, সেই আদৃত তাকিয়ে রয় অবাক হয়ে। শুভ ভগবানের কাছে প্রার্থনা করছে যেন তার প্রিয় দাদাভাই তাকে চিনে নেয়। এমন সময় আকাশ প্রকাশ করে, এক দুর্ঘটনার পর তার বোন আয়ানকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার স্মৃতিশক্তি চলে যায়। চিকিৎসার পর সুস্থ হলেও অতীত কিছুই মনে নেই।
মোহনা স্পষ্ট জানিয়ে দেয় যে সে আয়ানকে কিছুতেই ছেড়ে দেবে না। তার মতে, আদৃত নয়, এই ব্যক্তি তার স্বামী আয়ান। এমনকি রায় পরিবারকে প্রশ্ন করে, ‘আপনারা তো বলেছিলেন আপনাদের ছেলে মারা গেছে, তাহলে এখন যে ব্যক্তি দাঁড়িয়ে, সে কে?’ উত্তরে শুভ জানায়, আদৃতের পিঠে ডানদিকে লাল তিল রয়েছে, যা প্রমাণ করে সে আদৃতই। তবে আয়ান নিজে বলে, নিউইয়র্কে ফিরে যাওয়ার কথা সে আগে থেকেই ডাক্তারকে বলেছিল এবং আজ এতকিছু না ঘটলে পরদিনই রওনা দিত।
আরও পড়ুনঃ ধর্মীয় অনুভূতিতে আঘাত! অবমাননা হয়েছে ইসলামের, জি বাংলার বিরুদ্ধে বাংলার মুসলিম সম্প্রদায়ের
শেষ দৃশ্যে রায় পরিবারের সকলে মিলে নিউইয়র্ক ফিরে আসে। বাড়ির সামনে দাঁড়িয়ে আদৃতের মনে পড়ে যায় মোহনার সঙ্গে আসার স্মৃতি, কিন্তু বাকিটা স্মৃতি এখনও অনুপস্থিত। এমন সময় সেবন্তী ছুটে আসে বাড়ির দরজায়, প্রদীপ হাতে নিয়ে শুরু করে ছেলের বরণ। স্মৃতিচারণার সময় কেঁদে ফেলে সে। অবশেষে আদৃতকে বুকে টেনে নিয়ে সবার সামনে নিজের আদিকে ঘরে তোলে সেবন্তী।