জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুলের প্রতি দুর্বল হচ্ছে রায়ান! শিরীনের চক্রান্ত ভেস্তে দিল সে! পারুলের ক্ষতি মানব না, ঝাঁটা হাতে ধরিয়ে শিরীনকে স্পষ্ট হুশিয়ারি রায়ানের!

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) তে একদিকে তুর্যের একের পর এক ষড়যন্ত্রে জেরবার পারুল আর রায়ান, অন্যদিকে অন্যদিকে শ্রীতমার মিথ্যে বয়ানে ফেঁসে গেছেন মনোজিত। বসু বাড়ির সন্মান বাঁচাতে এগিয়ে এসেছে রায়ান আর পারুল, একজোট হয়ে তাঁরা লড়াইতে নেমেছে আসল দোষীকে খুঁজে বের করার। কিন্তু সফল কি হবে? সেটাই এখন দেখার।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

এবার দেখা যাবে রায়ান আর পারুলের রবিবন্দনা। সদ্য প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে তোড়জোড় চলছে পঁচিশে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানের। পারুল সেখানে নাটক করবে, সেই মতন সংলাপ মুখস্থ করতে থাকে সে। শিরীন এসে ঠাট্টা করে বলে পারুল কি তাঁর গাঁইয়া ভাষাতে রবি ঠাকুরের নায়ক করবে?

পারুল বলে রবি ঠাকুর যতটা তোদের ততটাই আমাদেরও। রায়ান পারুলের পাশে দাঁড়িয়ে বলে যে পারুল তাঁর মতন করেই নাটকটা করবে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে শিরীন। সে সিদ্ধান্ত নেয় পারুলকে কিছুতেই নাটক করতে দেবেনা। তার উপরে আবার রায়ান পারুলের হয়ে কথা বলেছে এই নিয়েও প্রচন্ড রেগে যায় শিরীন।

এরপর দেখা যায় একদিকে মঞ্চে পারুল নাচ করছে আর শিরীন কাঁচের টুকরো বিছিয়ে দিয়েছে সেখানে পারুলকে শিক্ষা দিতে। কিন্তু এখানেই চমক, রায়ান এসে শিরীনের হতে ঝাঁটা তুলে দিয়ে বলে কাঁচ পরিষ্কার করতে। রায়ান চায়না পারুলের কোনও ক্ষতি হক কারণ সে তাঁকে অনেক সাহায্য করেছে। এবার কি দুরত্ব মিটবে দুজনের? এবার কি পারুল পাবে পরিণীতার সন্মান? জানতে চোখ রাখুন জি বাংলা রোজ রাত ৮ টায়, পরিণীতা তে।

Piya Chanda