জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বর হিরো ব‌উ ভিলেন! ছোট পর্দার নতুন ভিলেন শার্লি মোদক! ‘ফুলকি’তে আর দেখা যাবে না শালিনী ওরফে শার্লিকে? কি জানালেন অভিনেত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে (Phulki) শালিনীর উপস্থিতি ছিল গল্পের অন্যতম মোড়। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে চরিত্রটি নিজের এক আলাদা ছাপ ফেলে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এই ধারাবাহিকে সাম্প্রতিক গল্পে আর দেখা মিলছে না শার্লি মোদক (Sharly Modak) ওরফে শালিনীর! কী এমন হল যে দর্শকদের প্রিয় চরিত্রটি অদৃশ্য হয়ে গেল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমের থেকে শুরু করে সাধারণ দর্শকের মনে।

আসলে অভিনেত্রী বর্তমানে ব্যস্ত এক নতুন চরিত্রে। সদ্য তিনি অভিনয় শুরু করেছেন জি বাংলারই ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ধারাবাহিকে। সেখানে তাঁর চরিত্রের নাম মধুবনী, যিনি মূলত গল্পের প্রধান পুরুষ চরিত্র শাক্যর প্রেমিকা। যদিও শাক্য বিবাহিত আরশির সঙ্গে, কিন্তু মধুবনীর উপস্থিতিতে সেই সম্পর্কের ভারসাম্য দুলে উঠছে। আগের অভিনেত্রীর পরিবর্তে এখন মধুবনীর চরিত্রে রয়েছেন শার্লি, আর সেই মুখ বদল ধারাবাহিক নিয়ে দর্শকদের কৌতূহল দ্বিগুণ করে তুলেছে।

sharly modak

একটা সময় ইতিবাচক চরিত্র দিয়ে যাত্রা শুরু করলেও, শার্লি ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছেন নেতিবাচক চরিত্রে। এর আগে ‘ফুলকি’ ধারাবাহিকে শালিনী হিসাবেও তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়েছে। যদিও প্রথমদিকে এমন চরিত্রে অভিনয় করতে কিছুটা দ্বিধায় ছিলেন অভিনেত্রী নিজেই। তাঁর কথায়, “এমন চরিত্রে অভিনয়ের আগে অনেক প্রস্তুতি নিতে হয়। প্রথমে আমি সেসব পারতাম না, শালিনীর পর মধুবনীর চরিত্রে অভিনয়, সেটা একপ্রকার চ্যালেঞ্জই বটে।”

তবে খলনায়িকার ট্যাগ কি এখন চিরস্থায়ী হয়ে গেল তাঁর সঙ্গে? এই প্রশ্নের জবাবে শার্লি বলেন, তিনি সব ধরনের চরিত্রে কাজ করতে চান। ইতিবাচক চরিত্রে কাজ করার ইচ্ছা তাঁর আগেও ছিল এবং এখনও আছে। কিন্তু ‘তুই আমার হিরো’র লেখক ও পরিচালকের অনুরোধে যখন নতুন এই চরিত্রটি শোনেন, তখন আর লোভ সামলাতে পারেননি। চরিত্রের গভীরতা, দ্বন্দ্ব এবং আবেগ তাঁকে টেনে এনেছে এই চরিত্রের দিকে।

তবে ‘ফুলকি’ ধারাবাহিকে শালিনী আদৌ ফিরবে কি না, সেই উত্তর এখনই স্পষ্ট নয়। তবে ধারাবাহিকের বর্তমান মোড় দেখে মনে করা হচ্ছে, এই নতুন চরিত্রের কারণে শার্লি বাদ পড়তেই পারেন ফুলকি থেকে। যদিও টেলিভিশনের গল্পে কিছুই স্থায়ী নয়, তাই ‘ফুলকি’তে আবারও শালিনীর ফিরে আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত দর্শক উপভোগ করছেন মধুবনী রূপী শার্লিকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page