জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলিভিশনের বাইরেও বাজিমাত ছোট্ট ‘মিছরি’র! মাত্র তিন বছরে শ্রীনিকার নতুন ইনিংস শুরু! বাংলার মেয়ে শ্রীনিকা এবার মুম্বইয়ে!

নিঃসন্দেহে টলিউডে একের পর এক খুদে শিল্পী নিজেদের প্রতিভা দিয়ে চমকে দিচ্ছে দর্শকদের। ঠিক তেমনই নাম ‘শ্রীনিকা ঘোষাল’ (Sreenika Ghoshal) , বয়স মাত্র তিন বছর। তবে এই অল্প সময়েই নিজের অভিনয়, দর্শকের মন জয় করে নিয়েছে সে। ইতিমধ্যেই ‘উড়ান’ (Uraan) ধারাবাহিকে ‘মিছরি’ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ছোট্ট অথচ প্রাণবন্ত উপস্থিতিতে পর্দায় নজর কাড়ে সে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ খুদে সঞ্চালকের ভূমিকায়।

শুধু অভিনয় নয়, সমাজ মাধ্যমেও সমান জনপ্রিয় শ্রীনিকা। তার মিষ্টি মুখ আর মজার ভিডিও দেখে নেটদুনিয়ার দর্শকরাও মুগ্ধ। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টেলিভিশনের দরজা খুলে যায় এই খুদের জন্য। বাংলা ধারাবাহিক থেকে শুরু করে রিয়েলিটি শো, প্রতিটি জায়গাতেই নিজের সহজাত অভিনয় দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে সে।

বয়স যতোই কম হোক না কেন, ক্যামেরার সামনে দারুণ স্বচ্ছন্দ শ্রীনিকা। তবে এখানেই থেমে নেই এই খুদের সাফল্যের কাহিনি। বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এবার পাড়ি দিয়েছে মুম্বাইয়ে। আর সেখানে গিয়ে যে সে থেমে থাকবে না, তার ইঙ্গিত আগেই মিলেছিল। জানা গেছে, আন্তর্জাতিক এক ব্র্যান্ডের জন্য মডেলিং করছে শ্রীনিকা। ‘ফাস্ট ক্রাই’ নামক একটি জনপ্রিয় কিডস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে সে।

তিন বছর বয়সে এই অর্জন নিঃসন্দেহে অনন্য। এই বয়সে যেখানে বেশিরভাগ শিশুর সময় কাটে খেলাধুলায় বা ঘরের কোণে, সেখানে শ্রীনিকা ব্যতিক্রম। অভিনয় থেকে সঞ্চালনা, আবার মডেলিং— সবেতেই তার সাবলীল বিচরণ। এটা বলাই যায়, ছোট বয়সে এত সাফল্য খুব কম শিশুশিল্পীর ক্ষেত্রে দেখা যায়। মা-বাবার সহায়তায় শ্রীনিকা নিজের স্বপ্নপূরণের পথে আরও একটু এগিয়ে গেল।

বর্তমানে সমাজ মাধ্যমে শ্রীনিকাকে নিয়ে চর্চা তুঙ্গে। নেটিজেনরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন এই খুঁজে শিল্পীর কমেন্ট বক্স। অনেকেই বলছেন, বয়সের তুলনায় তার অভিনয় দক্ষতা বা অভিব্যক্তি চমকে দেওয়ার মতো। এই ছোট্ট পথচলা ভবিষ্যতে এক বড় তারকার জন্ম হতে পারে বলেই মনে করছেন নেটিজেনরা। আপনাদেরও শুভকামনা রইল শ্রীনিকার ভবিষ্যতের জন্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page