জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিরিয়ালের প্রোমো নাকি শর্ট ফিল্মের নকল? অখাদ্য গল্প! ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার ‘অনুরাগের ছোঁয়া’!

সিরিয়াল তো নয়, এ যেনো শর্ট ফিল্মের নকল। হ্যা, এমনটাই কিছুটা মনে হবে স্টার জলসা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমো দেখে। অনেকবার এমন হয়েছে দীর্ঘ মেয়াদি জনপ্রিয় এই ধারাবাহিক গল্পের মোরে যেমন দর্শকদের মন জিতেছে আবার কখনো কাহিনীতে টুইস্ট দিতে গল্পকে অতিরঞ্জিত করে দিয়েছে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনেকটা এগিয়ে গিয়েছে। বড়ো হয়ে গেছে সোনা-রূপা। গল্পের নানা মোরে জমজমাট হয়ে উঠেছে দীপা-সূর্যের কাহিনী। প্রসঙ্গত এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্তকে।

anurager chhowa today episode 2 february

তবে, এই মুহূর্তে সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যাচ্ছে দীপা কাউকে যেন একটা বলছে, ‘ডাক্তারবাবু আর লাবণ্য ক্ষতি করতে চাইছিস। কে তুই? আজ তোর শেষ দিন।’ এই কথা বলা মাত্রই রূপা সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে লাঠি তুলে মারতে গেলে সে’ই আবার তাঁকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়।

পরবর্তীকালে, দীপাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। তবে, এখানেই দেখা যায় হাস্যকর টুইস্ট, যা খানিক হাসিরও বটে। দীপার ভেতরে ভেতরে বেঁচে রয়েছে। এই সময়, ভিতর থেকে দীপা বলে ওঠে, সে বেঁচে রয়েছে তাকে যেন জ্যান্ত পুড়িয়ে না মারা হয়। এই সিরিয়ালের প্রমো এক ঝলক দেখে মনে হবে, যেনো অহল্যা শর্ট ফিল্মের নকল করা হয়েছে।

বলাই বাহুল্য, এই প্রমো প্রকাশ পাওয়া মাত্রই ট্রোলের শিকার হয়। এই ধারাবাহিকের মন্তব্য বাক্স ভরে যায় সমালোচনায়। কেউ কেউ বলেছেন, ‘এই সিরিয়াল দেখতে দেখতে আমি বুড়ি হয়ে যাব। কিন্তু সূর্য দীপা বুড়ি হবে না। আর, এদের সিরিয়ালও শেষ হবেনা।’ আরেকজন বলেছেন, ‘প্রোমো দেখি আমি হাসবো না কাঁদবো এটাই বুঝতে পারছি না।’

Piya Chanda

                 

You cannot copy content of this page