জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেমের গুঞ্জনে ইতি! ‘মিঠাই’ এবার বাস্তবেও খুঁজে পেলেন নিজের সিদ্ধার্থকে! অবশেষে জীবনসঙ্গীকে সামনে আনলেন সৌমিতৃষা! এবার বিয়ের পথে টলিউডের ‘মিঠাই’? অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠলো কমেন্ট বক্স!

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে একলাফে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন ‘সৌমিতৃষা কুণ্ডু’ (Soumitrisha Kundu)। তাঁর স্বাভাবিক অভিনয় আর প্রাণবন্ততা তাঁকে ঘরে ঘরে প্রিয় করে তুলেছে। ছোটপর্দা দিয়ে শুরু হলেও, বর্তমানে সৌমিতৃষা বড়পর্দা থেকে শুরু করে ওটিটি পর্যন্ত নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। দেবের বিপরীতে সিনেমায় অভিনয়ের পর ‘কালরাত্রি’ (Kaalratri) ওয়েব সিরিজে তাঁর উপস্থিতিও দর্শকের নজর কেড়েছেন।

ধারাবাহিক চলাকালীন কয়েকবার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, কখনোই সৌমিতৃষার প্রেম জীবন নিয়ে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। বরাবর নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন তিনি। কিন্তু এবার নিজেই সামনে আনলেন নিজের জীবনসঙ্গীকে! না কোনও চেনা মুখ নন, এর আগে সৌমিতৃষার সঙ্গে দেখাও যায়নি তাঁকে। তবে এদিন এক ভিডিওর মাধ্যমে একে অপরের পাশে দাড়িয়ে ঘোষণা করলেন তাঁরা অবশেষে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন!

দর্শকমহলে এই নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। কেউ বলেছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। আবার কারোর মতে, এই সম্পর্ক বেশিদিন টিকবে না। তবে যারা জানেন না তাদের জানিয়ে রাখা ভালো, এই ভিডিও নিতান্তই একটি বিজ্ঞাপনে শুটিংয়ের অংশ। আসলে ‘এবিপি ওয়েডিং’-এর প্রচারের উদ্দেশ্যে সৌমিতৃষা একজনের সঙ্গে এই ভিডিওটি বানান, যার পর থেকেই জল্পনা তুঙ্গে।

কেউ বলেছেন, এটিকে বিজ্ঞাপনে ভিডিও বলা যায় কী? কারণ অনেক সময় বাস্তবের জুটিরাও এমন শুট করে থাকে, তার প্রমাণ একাধিকবার দুই ইন্ডাস্ট্রিতেই দেখা গেছে। অনেকে এটিকে নিছক বিজ্ঞাপন হিসেবে মেনে নিতে নারাজ। তাঁদের মতে, বহু সেলেব কাপল একে অপরের সঙ্গে এমন শ্যুট করে সম্পর্ক প্রকাশ্যে এনেছেন অতীতে। তাই সৌমিতৃষার ক্ষেত্রেও এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

এমনকি ভিডিওতে তাদের রসায়ন এতটাই স্বাভাবিক ছিল যে অনেকেই মনে করছেন বাস্তবেও তারা কাছাকাছি। তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ খোলেননি সৌমিতৃষা। দর্শকের মনে তাই কৌতূহল আরও বেড়েছে। বাস্তব সম্পর্ক নাকি বিজ্ঞাপন, এই দোলাচলেই ভাসছে ফ্যানদের মন। তবে এটুকু নিশ্চিত, ক্যামেরার সামনেই হোক বা জীবনে, আলোচনার কেন্দ্রে থাকতেই ভালোবাসেন সৌমিতৃষা কুণ্ডু।

Piya Chanda

                 

You cannot copy content of this page