জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সৌরভের বায়োপিকে রাজকুমার রাও, পর্দার ‘দাদা’কে দেখে কী প্রতিক্রিয়া দিলেন বাংলার মহারাজ?

বাংলার ঘরের ছেলে, যাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো মুহূর্ত—তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। কেবল মাঠের ক্রিকেটার নন, এক অভ্যুত্থানের প্রতীকও বটে। তাঁর জীবনের ওঠানামায় ভরা অধ্যায় এখন রূপ নিচ্ছে সেলুলয়েডে। দর্শকদের উত্তেজনা তুঙ্গে—কে হবেন সেই ‘দাদা’, যিনি ফুটিয়ে তুলবেন ভারতের অন্যতম সফল অধিনায়কের জীবন?

বায়োপিক তৈরির পরিকল্পনা ছিল বহুদিনের। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কে হবেন পর্দার সৌরভ? এক সময় রণবীর কপূর, আয়ুষ্মান খুরানার মতো প্রথম সারির অভিনেতাদের নাম উঠে আসে। কিন্তু সেগুলো জল্পনা হিসেবেই থেকে যায়। চলতি বছরে নিজের বিবাহবার্ষিকীতে অবশেষে সেই ধোঁয়াশা কাটান সৌরভ নিজেই। তিনি জানান, তাঁর চরিত্রে অভিনয় করবেন জাত অভিনেতা রাজকুমার রাও।

প্রশ্ন উঠেছিল, রাজকুমার কি পারবে বাংলার আবেগকে ধারণ করতে? সৌরভ কিন্তু বরাবরই আত্মবিশ্বাসী তাঁর নির্বাচিত অভিনেতা নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, “রাজকুমার রাও দারুণ একজন অভিনেতা। আমার মনে হয়, ও একেবারে সঠিক মানুষ। ওকে সব রকম ভাবে সাহায্য করব।” দাদার এই কথাতেই স্পষ্ট, পর্দার প্রতিচ্ছবির দায়িত্ব নিতে তিনি প্রস্তুত এবং উচ্ছ্বসিতও।

ছবিটি পরিচালনা করছেন বিক্রম মোতওয়ানে এবং প্রযোজক হিসেবে রয়েছেন লভ রঞ্জন। প্রাথমিকভাবে ছবির কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে। বর্তমানে স্ক্রিপ্ট এবং প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। পরিচালক এবং অভিনেতা—উভয়েই চেষ্টায় আছেন চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বায়োপিকটি মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় ডিসেম্বর, ২০২৬।

সৌরভ মানেই শুধু ক্রিকেট নয়, তিনি এক পরিবর্তনের নাম। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট ফিরে পেয়েছিল আত্মবিশ্বাস। আন্তর্জাতিক মঞ্চে মুখ উঁচু করে দাঁড়াতে শিখেছিল টিম ইন্ডিয়া। ক্যারিয়ারের সাফল্য-ব্যর্থতার পরেও তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। সেই জীবন যখন বড় পর্দায় আসবে, তখন তা শুধু জীবনীচিত্র নয়—এক বিপ্লবের দলিল হয়ে উঠবে। এখন অপেক্ষা শুধু, রাজকুমারের চোখে সৌরভকে দেখার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page