জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: কাবাব খেয়ে ডায়েট করছে মিঠাই! সেটে চিপস,কফি,কাবাব সহ জমিয়ে আড্ডা মোদক পরিবারের মহিলা সদস্যদের! একমাত্র অনুপস্থিত নন্দা

জি বাংলার মিঠাই পরিবার একদম জমজমাটি পরিবার। মোদক পরিবারের সকলকে দর্শকরা খুবই ভালোবাসে আর সেই কারণেই ধারাবাহিক শুরুর প্রথম দিন থেকেই সহজেই দর্শকদের মন জয় করে নিতে পেরেছে মিঠাই।

তবে দর্শকদের প্রিয় এই ধারাবাহিকের নেপথে যে কলা কুশলীরা রয়েছেন তাঁদের সকলের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে অনুরাগীরা ভীষণ কৌতূহলী। বিশেষ করে তাঁদের ফিটনেস রুটিন, ডায়েট এগুলি জানতে আগ্রহী দর্শকরাও। কারণ তারকাদের থেকেই সাধারণ মানুষ স্লিম ফিট থাকার টিপস নিতে চায়।

তবে মিঠাই রানী যে ডায়েট ফলো করে সেটা দেখলে পাগল হয়ে যাবেন আপনারা। সাধারণত ডায়েটে মশলাযুক্ত বা তেলযুক্ত খাবার খাওয়া মানা থাকে। এদিকে মিঠাই পরিবারের তারকারা সকলেই মেতেছে চিপস এবং ফাস্টফুড খেতে।

এমন একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। দেখা যাচ্ছে মিঠাই পরিবারের মিঠাই রানী, নিপা, তোর্সা, শ্রী সবাই শুটিংয়ের ফাঁকে কফির কাপে চুমুক দিচ্ছেন আর সঙ্গে রয়েছে
লাজবাব কাবাব। তার সঙ্গে রয়েছে দেদার আড্ডা আর হাসি-মজা।

সকলেই তাঁদের নিজেদের চরিত্রের পোশাকে রয়েছেন। মুখে মেকআপ রয়েছে। হে অবস্থাতেই নিজেদের মতো করে সময় কাটাতে ভুললেন না তাঁরা। আর সেখানেই ধরা পরল আসলে কেমন ডায়েট করে মিঠাই রানী।

মিঠাই ওরফে সৌমীতৃষাকে প্রথমে অফার করতেই জানালো ডায়েট করছে। তারপরে বলল যদিও টেস্ট করার জন্য একটা কাবাব খেতে পারে সে। যদিও অন্যান্য সদস্যরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে কাবাব খাচ্ছেন।

তাহলে কি মিঠাই রানী সত্যি সত্যি এমন ডায়েট করে থাকে? নাকি আদৌ নায়িকা কোন ডায়েট ফলো করেই না? যাই হোক, এর উত্তর মিঠাই রানী একাই দিতে পারবে। আপনারাও কি বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা এমন কফির সাথে টুকটাক ডায়েট করতে চান?

তবে বিতর্ক তো পিছু ছাড়ে না মিঠাইয়ের। এখানে মোদক পরিবারের সকল মহিলা সদস্যরা মোটামুটি রয়েছেন, শুধু বিদীপ্তা চক্রবর্তী নেই। ঠাম্মি পন্ডিচেরী বেড়াতে গেছে। তবে উল্লেখযোগ্য ভাবে নন্দা কিন্তু নেই। সকলেই বলছেন যে জানা কথা, এখানে মিঠাই থাকলে নন্দা তো থাকবে না।

Piya Chanda

                 

You cannot copy content of this page