বাঙালির সন্ধ্যে মানেই এক কাপ চা, বিস্কুট আর সঙ্গে টেলিভিশনের পর্দায় প্রিয় মুখগুলো। মা-মেয়ের রাগ-অনুরাগ, পাড়ার গল্প, প্রেম-বিচ্ছেদ, রাজনীতি—সব মিলিয়ে এক একটি সিরিয়াল যেন হয়ে ওঠে পরিবারেরই এক সদস্য। নিত্যদিনকার ক্লান্তির মাঝে এই ধারাবাহিকগুলোই এনে দেয় কিছুটা মানসিক আরাম, কিছুটা উত্তেজনার রসদ।
তবে শুধু দর্শক নয়, টিআরপি তালিকাও যেন এই ধারাবাহিকগুলোর জন্য রোজ এক নতুন পরীক্ষা। সপ্তাহান্তে টিআরপি তালিকা বেরোনোর আগে দর্শকদের মধ্যেও কৌতূহলের অন্ত থাকে না। প্রিয় সিরিয়াল সবার উপরে থাকবে তো? না কি পিছিয়ে পড়বে অন্য কোনও চরিত্রের কাছে? এই ভাবনার মধ্যেই জমে উঠছে বাংলা ধারাবাহিকের রেটিং যুদ্ধ।
এবারের টিআরপি যুদ্ধেও রয়েছে নতুন মোড়। পরশুরাম ধারাবাহিক একক রাজা হয়ে উঠেছে ৭.৪ পয়েন্ট পেয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘ফুলকি’ (6.9)। একসঙ্গে তৃতীয় স্থানে এসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ও স্টার জলসার ‘চিরসখা’, দুজনেই ৬.৬ পয়েন্টে। রাণী ভবানী সামান্য ব্যবধানে চতুর্থ স্থানে (6.5)। পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক—রাঙামতি ও পরিণীতা, উভয়েই ৬.৪ পয়েন্টে।
আরও পড়ুনঃ মানসীর ফাঁদে পা দিল অপু-আর্য! একসঙ্গে কেক কাটতেই ছড়াল মীরার হিংসার আগুন! অপর্ণাকে ভুলিয়ে একান্তে নিয়ে গেল আর্য! অপুর হাত ধরে প্রেম নিবেদন করতে চাইল আর্য? প্রেমের কথা শুনেই রেগে গেল অপর্ণা!
নতুন ধারাবাহিক ‘দাদামণি’ ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে ৫.৪ পয়েন্টে। যদিও শীর্ষ স্থানে পৌঁছাতে এখনও অনেক পথ পেরোতে হবে তাকে, তবে শুরুটা যথেষ্ট নজরকাড়া। পুরোনো সিরিয়ালগুলোর সঙ্গে নতুনদের এই টক্করেই জমে উঠছে সাপ্তাহিক টিআরপি দৌড়।
আজকের টিআরপি তালিকা এক নজরে :
BT •• পরশুরাম 7.4
2nd •• ফুলকি 6.9
3rd •• জগদ্ধাত্রী, চিরসখা 6.6
4th •• রাণী ভবানী 6.5
5th •• রাঙামতি, পরিণীতা 6.4
দাদামণি 5.4