বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজ—সবক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ তিনি। তবুও ক্যামেরার ঝলকানি, আলো-আঁধারির বাইরেও তাঁর মনে লুকিয়ে আছে এক ভিন্ন স্বপ্ন। অভিনয়ের ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি খুঁজে বেড়ান এক শান্ত, সাধারণ জীবন। এমনকি একদিন ইচ্ছাকৃতভাবেই এই গ্ল্যামার দুনিয়া থেকে সরে দাঁড়াতে চান তিনি—এমনই খোলাখুলি জানিয়েছেন বিভীষণ ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন দেওয়া এক সাক্ষাৎকারে।
‘বিভীষণ’-এ দেবচন্দ্রিমা অভিনয় করছেন এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে। চরিত্রটির জন্য নিজেকে গড়ে তুলতে তিনি নিকটজনের অভিজ্ঞতা থেকে শিখেছেন অনেক কিছু। শ্যুটিংয়ের আগে এক অন্তঃসত্ত্বা দিদির চলন, বসা, হাঁটার ধরন পর্যন্ত লক্ষ্য করেছেন তিনি। তবে এই চরিত্র তাঁর ব্যক্তিগত জীবনের এক গভীর ইচ্ছে-আকাঙ্ক্ষাকেও ছুঁয়ে গেছে—মা হওয়ার ইচ্ছে। প্রকাশ্যেই তিনি বলেছেন, মা হওয়া তাঁর কাছে আশীর্বাদের মতো।
দেবচন্দ্রিমা মনে করেন, জীবন শুধু ক্যামেরার সামনে সীমাবদ্ধ নয়। তিনি চান একটি সাধারণ সংসার, যেখানে আলো-ঝলমলে ইন্ডাস্ট্রির চাপ বা প্রতিযোগিতা থাকবে না। “সারা জীবন অভিনয় করে যেতে চাই না। এক সময় নিজে থেকেই সরে যাব,”—এমনটাই জানিয়েছেন তিনি। অর্থাৎ, কাজের পরিমাণ কম হলেও গল্পে নায়িকার আসন ধরে রাখতে চান, কিন্তু জীবনের এক পর্যায়ে অভিনয় থেকে বিদায় নিয়ে পুরোপুরি পরিবারে মন দিতে চান তিনি।
বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন দেবচন্দ্রিমা। বিভীষণ তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যা তাঁকে অভিনয়ের নতুন অভিজ্ঞতা দিয়েছে। এখানে তাঁর চরিত্র শুধু অভিনয়ের দিক থেকেই নয়, মানসিক প্রস্তুতির দিক থেকেও তাঁকে আলাদা করে সমৃদ্ধ করেছে। এই অভিজ্ঞতা তাঁর ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকে আরও দৃঢ় করেছে বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘ধূমকেতু’ মুক্তির আগে নৈহাটির বড়মার মন্দিরে হাজির দেব-শুভশ্রী, লাল সাজে আশীর্বাদ নিতে গিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করলেন খুশির মুহূর্ত!
গ্ল্যামার, খ্যাতি, জনপ্রিয়তা—সবই পেয়েছেন দেবচন্দ্রিমা। কিন্তু জীবনের শেষ গন্তব্য হিসেবে তিনি বেছে নিতে চান শান্তি ও সাধারণতা। হয়তো তাঁর ভক্তরা তাঁকে আরও অনেক চরিত্রে দেখতে চাইবেন, কিন্তু নিজের মনের কথা শুনে তিনি যে জীবনযাপনের পরিকল্পনা করছেন, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় স্বপ্ন। আর তাই, কম কাজ করেও তিনি থাকতে চান গল্পের কেন্দ্রে—কিন্তু শেষ পর্যন্ত জীবনের আসল নায়িকা হতে চান নিজের সংসারে।