জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একটা সময় টিআরপি-র শীর্ষে, দর্শকের প্রিয় শ্যামলী-অনিকেত… হঠাৎই কি তবে শেষ হতে চলেছে কোন গোপনে মন ভেসেছে?

টেলিভিশনের জগতে এক সময় কিছু কিছু ধারাবাহিক দর্শকের মনে এমন দাগ কাটে যে তারা দিনের নির্দিষ্ট সময়ের অপেক্ষা করেন শুধুমাত্র সেই গল্প দেখার জন্য। শুরুতে ঝড়ের গতিতে জনপ্রিয়তা পেয়েও পরে অনেক ধারাবাহিক নানা কারণে টিআরপি দৌড়ে পিছিয়ে যায়। এবার সেই তালিকাতেই নাম লেখাতে চলেছে জি বাংলার একটি বহুলচর্চিত সিরিয়াল। দর্শকদের কাছে খারাপ খবর বয়ে আনছে এই খবর, কারণ প্রিয় চরিত্রদের সঙ্গে হয়তো শেষ হতে চলেছে তাদের দীর্ঘ যাত্রা।

এই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল, তখন থেকেই দর্শকের মধ্যে উচ্ছ্বাস ছিল প্রবল। এমনকি একসময় শীর্ষ দুইয়ের মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছিল গল্পটি। কিন্তু নায়ক-নায়িকার মধ্যে ঘনঘন বিচ্ছেদ ও পুনর্মিলনের চক্র দর্শকের ধৈর্য নষ্ট করতে শুরু করে। গল্পে নতুনত্ব না আসায় ধীরে ধীরে দর্শকের আগ্রহ কমতে থাকে। টিআরপি তালিকায় সেই পতনের ছবিই ধরা দেয়, যার প্রভাব পড়ে সিরিয়ালের স্থায়িত্বের উপর।

২০২৩ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল শ্যামলী আর অনিকেতের এই কাহিনি। প্রথমদিকে পারিবারিক টানাপোড়েন আর সম্পর্কের আবেগ দর্শকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় ছিল। কিন্তু ধীরে ধীরে প্লটের পুনরাবৃত্তি দর্শকদের মন জিততে ব্যর্থ হয়। ফলে চ্যানেল কর্তৃপক্ষ নাকি ইতিমধ্যেই নতুন পরিকল্পনা করে ফেলেছে। সূত্রের খবর, নতুন ধারাবাহিকগুলিকে জায়গা দিতে বিদায় নিতে হচ্ছে এই জনপ্রিয় শো-কে।

জি বাংলার ইতিমধ্যেই দুটি নতুন ধারাবাহিকের প্রোমো দর্শকের সামনে এসে গেছে। অন্যটি নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ, কারণ এই গল্পে থাকছেন শ্রুতি আরাত্রিকা, যাঁদের নিয়ে দর্শকের কৌতূহল বরাবরই প্রবল। তাই নতুনদের জন্য জায়গা তৈরি করতেই প্রোডাকশনের এই সিদ্ধান্ত বলে টেলিপাড়া জুড়ে গুঞ্জন।

সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—এ মাসেই কি সত্যিই শেষ হয়ে যাবে শ্যামলী আর অনিকেতের গল্প? শোনা যাচ্ছে এই মাসের মধ্যেই শুটিং শেষ হতে পারে। তবে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি। দর্শকরা তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় রয়েছেন, আদৌ কি বিদায় নিতে চলেছে প্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, নাকি আবারও চ্যানেল নতুন চমক রাখবে শেষ মুহূর্তে? সময়ই তার উত্তর দেবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page