জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শুরু থেকেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। পারিবারিক আবহ, টানাপোড়েন ভরা সম্পর্কের গল্প এবং চরিত্রদের আবেগঘন মুহূর্ত এই সিরিয়ালকে অন্য মাত্রা দিয়েছে। প্রতিদিন সন্ধ্যার আসরে পরিবারের সকলের মনোরঞ্জনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই ধারাবাহিক। সেই কারণেই শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের কাছে বিশেষ প্রিয় হয়ে ওঠে।
শুরু থেকেই কাহিনির আবহ এমন ভাবে গড়ে উঠেছিল যে সাধারণ মানুষ নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেতেন। চরিত্রগুলির হাসি, কান্না কিংবা সম্পর্কের ওঠাপড়া—সবই দর্শকদের আকৃষ্ট করেছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক দর্শক, সবার মনেই এই সিরিয়াল আলাদা ছাপ রেখে গিয়েছে। কিন্তু টিআরপি তালিকাতে তেমনভাবে কোনদিনই স্থান পায়নি ধারাবাহিকটি।
টিআরপিতে জায়গা না পেলেও সিরিয়ালের কিছু মোড় দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। পারিবারিক সংকট, সম্পর্কের ভাঙাগড়া এবং নতুন চরিত্রদের আগমন ধারাবাহিককে করেছে আরও প্রাণবন্ত। গল্পের বাঁকে বাঁকে চমক থাকায় অনুরাগীরা কখনওই একঘেয়েমি অনুভব করেননি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রতিদিনের পর্ব না দেখলে তাঁদের দিন অসম্পূর্ণ থেকে যায়।
তবে সম্প্রতি নতুন খবর সামনে এসেছে। টেলিভিশন মহলে জল্পনা শুরু হয়েছে যে ধারাবাহিকটির শেষ শুটিং নাকি আগামী ৩০শে আগস্ট হতে চলেছে। এই খবরে দর্শকদের প্রতিক্রিয়া ভিন্ন—অনেকেই অবাক হয়ে বলছেন, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা ভাবেননি তাঁরা। আবার একাংশ মনে করছেন, সময়মতো শেষ হলে গল্পের মান বজায় থাকবে। ফলে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ বাবার না সত্ত্বেও শেষমেষ আর্যের পাশে দাঁড়াল অপর্ণা! অশান্তি-অভিযোগের মাঝেও অফিস ট্যুরে গেল অপর্ণা, চোখে পড়ল আর্যের প্রতীক্ষা! এক গাড়িতে আর্য-অপর্ণা, হিংসায় কাঁপছে মীরা!
তবে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধারাবাহিকের সমাপ্তি নিয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। সেই কারণে দর্শকদের কৌতূহল আরও বাড়ছে—আসলে কি ৩০শে আগস্ট বিদায় নিতে চলেছে তাঁদের প্রিয় ধারাবাহিক, নাকি সামনে অপেক্ষা করছে আরও নতুন চমক? এখন সময়ই তার উত্তর দেবে।