জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রথমবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে ‘বিষ্ণুপ্রিয়া’ হয়ে বড়পর্দায় ধরা দেবেন অলোকানন্দা, স্বপ্নপূরণের মাঝেই হঠাৎ ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা! খুশির মাঝেই ভয়াবহ প্রতারণার শিকার, এ কেমন অভিজ্ঞতার মুখে পড়লেন অভিনেত্রী? কী ঘটেছে তাঁর সঙ্গে?

টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘অলোকানন্দা গুহ’ (Alokananda Guha) এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁকে দেখা যাবে শ্রীচৈতন্যর স্ত্রী ‘বিষ্ণুপ্রিয়া’র ভূমিকায়। ‘দিব্যজ্যোতি দত্ত’ (Dibyojyoti Dutta) অভিনয় করছেন ‘মহাপ্রভু’র চরিত্রে। ছোটপর্দার পাশাপাশি এখন সমাজ মাধ্যমেও ভীষণ জনপ্রিয় অলোকানন্দা। নিয়মিত নিজের ব্লগ ও নানারকম কন্টেন্ট পোস্টের মাধ্যমে দর্শকদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। অভিনয় থেকে ভ্লগিং— সবক্ষেত্রেই তাঁর ফ্যান ফলোয়িং যথেষ্ট প্রশংসনীয়।

তবে এমন এক সময়ে যখন বড়পর্দায় সুযোগ পেয়ে তিনি নতুন যাত্রা শুরু করেছেন, ঠিক তখনই অপ্রত্যাশিত এক সমস্যায় পড়লেন অভিনেত্রী। সম্প্রতি অনলাইন শপিং করতে গিয়ে বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন অলোকানন্দা। ঘটনার কথা তিনি নিজেই শেয়ার করেছেন সমাজ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে। সেখানে তিনি জানান, যে পোশাক তিনি অর্ডার করেছিলেন, তার পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন জিনিস এসে পৌঁছেছে তাঁর কাছে। এতে বিরক্ত ও হতাশ হয়ে পড়েন তিনি।

অভিনেত্রীর কথায়, কিছুদিনের মধ্যে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ও তাঁর পরিবার। সেই ট্রিপের জন্যই দুটি বিশেষ টপ অর্ডার করেছিলেন একটি নামী শপিং অ্যাপ থেকে। কিন্তু আশানুরূপ জিনিস না এসে বাড়িতে পৌঁছয় একেবারে আলাদা ধরনের পোশাক, যা তাঁর একেবারেই পছন্দসই নয়। ভিডিওতে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “টাকাটা নষ্ট হয়েছে তো বটেই, আবার ইচ্ছেমতো পোশাকও আর পাওয়া গেল না। পরিকল্পনা অনুযায়ী সাজগোজ করার আনন্দটাই হাতছাড়া হয়ে গেল।”

ভিডিওটি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই অলোকানন্দার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অন্যদিকে সংশ্লিষ্ট শপিং অ্যাপের অফিসিয়াল পেজ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়। সংস্থা জানায়, তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। যদিও এই অভিজ্ঞতা অলোকানন্দার কাছে ভীষণ বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে, তবে তিনি খোলাখুলিভাবে বিষয়টি সামনে এনেছেন, যাতে অন্যরা এমন প্রতারণার শিকার না হন। এরই পাশাপাশি প্রথমবার বড়পর্দার কাজ করার অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

এই ছবির প্রসঙ্গে তিনি জানান, কয়েক বছর আগে ছোটপর্দায়ও ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রে কাজ করেছিলেন তিনি। তখনই পরিচালক তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনওদিন বড়পর্দায় এই চরিত্র ফুটিয়ে তুললে হলে অলোকানন্দাকেই সুযোগ দেবেন। এতদিন পরে সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ায় তাঁর কাছে এটা এক বড় স্বপ্নপূরণের মতো। তাই একদিকে অনলাইন শপিং কেলেঙ্কারির ঝামেলা, অন্যদিকে নতুন ছবির হাত ধরে বড়পর্দার স্বপ্নপূরণ— দুটো ভিন্ন অভিজ্ঞতায় দাঁড়িয়ে তাঁর জীবন।

Piya Chanda

                 

You cannot copy content of this page