জি বাংলার ধারাবাহিক গুলি নিয়ে বাঙালির আবেগ বরাবরের। প্রতিদিন সন্ধে নামলেই টিভির পর্দায় প্রিয় চরিত্রদের খুঁটিনাটি জীবনের সঙ্গে নিজেদের মেলাতে ভালোবাসেন দর্শকরা। তাই নতুন ধারাবাহিক শুরু হলেই সেটার সঙ্গে দ্রুতই সম্পর্ক গড়ে ওঠে সাধারণের। প্রেম, বিয়ে, দুঃখ কিংবা লড়াই সবটাই যেন হয়ে ওঠে নিজের জীবনের অংশ।
এই আবেগের জায়গাতেই এবার আলাদা করে নজর কেড়েছে ধারাবাহিক ‘কুসুম’। সম্প্রচার শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই এই সিরিয়াল মানুষের মন জয় করেছে। নায়িকা কুসুমের চরিত্রে সরলতা ও দৃঢ়তা দর্শকদের আকর্ষিত করেছে। অন্যদিকে আয়ুষ্মানের চরিত্রেও রয়েছে ভিন্ন স্বাদ। আর এই জুটির রসায়ন নিয়েই চলছে সিরিয়ালের মূল কাহিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকটির নতুন প্রমো। নাম রাখা হয়েছে ‘মহাবিবাহ সপ্তাহ’। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড। প্রমোতে দেখা যাচ্ছে, কুসুম এবং আয়ুষ্মানের বিয়ে হচ্ছে ধুমধাম করে। সমস্ত নিয়ম মেনে সাতপাকে বাঁধা, সিঁদুর পরানো সবই সম্পূর্ণ হয়েছে।
কিন্তু বিবাহের পরেই দেখা যাচ্ছে অন্য দৃশ্য, এই বিয়েটা সত্যি নয়, বরং একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং। আয়ুষ্মানের কাছে পুরো বিষয়টাই নিছক অভিনয়। কিন্তু কুসুমের কাছে এটা নিছক অভিনয় নয়, ছিল তার হৃদয়ের সত্যিকারের অনুভূতি। তাই শুটিং শেষ হওয়ার পরে যখন কুসুমের শাখা-সিঁদুর খুলে নেওয়া হয়, তখন সে বাধা দেয়। সিঁদুর মুছতে গিয়ে সে স্পষ্ট জানায়—এই সিঁদুর সে জীবন থাকতে মুছতে দেবে না।
এখন বড় প্রশ্ন, এই ঘটনার পরে কী হবে? আয়ুষ্মান কি বুঝতে পারবে কুসুমের মনের কথা? পরিবার কীভাবে নেবে এই আচরণ? আর সবচেয়ে বড় প্রশ্ন, কুসুম কি পারবে তার সিঁথির সিঁদুর রক্ষা করতে? দেখা যাক ভবিষ্যতের পর্বগুলো দর্শকদের সামনে নতুন কি চমক নিয়ে আসে।
আরও পড়ুনঃ সতীনাথের আচরণে বাড়ছে অস্বস্তি, হিন্দোলের হঠাৎ প্রেম প্রস্তাবে দিশেহারা অপর্ণা! মীরাকে কাঁদিয়ে অপর্ণাকে ভালোবাসার স্বীকারোক্তি করল আর্য! বিয়ের প্রস্তাব নিয়ে প্রস্তুত রাজলক্ষ্মী, কিন্তু অপর্ণার বাড়িতে লুকিয়ে অন্য রহস্য!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।