টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা আর মিমি চক্রবর্তী। বহু বছর ধরে তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে। তবে এবারের দুর্গাপুজোয় ছবিটা একটু অন্যরকম। উইন্ডোজ প্রোডাকশনের পুজোর ছবি রক্তবীজ ২-এ তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী চরিত্রে অভিনয় করেছেন। তবু বাস্তব জীবনে কিন্তু বন্ধুত্ব আর খুনসুটিতেই ভরা তাঁদের সম্পর্ক। সম্প্রতি ছবির প্রিমিয়ারেই তা চোখে পড়ল।
শুক্রবার, চতুর্থীর দিন কলকাতায় ছিল রক্তবীজ ২-এর বিশেষ প্রিমিয়ার। সেখানেই অঙ্কুশ-মিমির দেখা হতেই শুরু হল খুনসুটি। এতদিন পর্দায় তাঁদের রোম্যান্স দেখেছেন দর্শকরা, এবার নতুন ছবিতে একেবারে লড়াইয়ের ময়দানে মুখোমুখি হবেন দু’জন। তবে ক্যামেরার বাইরে সেই লড়াইয়ের রেশ নেই। বরং হাসি-মজায় ভরপুর মুহূর্তেই জমে উঠল অনুষ্ঠান। দর্শকদের চোখে পড়ল, এত কাজের ভিড়েও তাঁদের বন্ধুত্বে কোনও ভাটা পড়েনি।
অঙ্কুশ-মিমির জুটি টলিউডে বরাবরই হিট। একের পর এক ছবিতে রোম্যান্স করে তাঁরা জায়গা করে নিয়েছেন অনুরাগীদের মনে। তাই প্রিমিয়ারে দেখা মিলতেই অনেক ভক্তই প্রশ্ন তুললেন—কবে আবার একসঙ্গে রোমান্টিক ছবিতে দেখা যাবে এই জুটিকে? এবার এই প্রশ্নই ঘুরে এল সরাসরি মিমি চক্রবর্তীর কাছে।
মিমি হাসতে হাসতে বলেন, “আমি কি জানি! অঙ্কুশ তো এখন প্রযোজক, ওকেই বলুন আমায় ওর ছবিতে নিতে।” কথাটা শুনেই দমে মজার ছলেই জবাব দিলেন, “ঠিক আছে, আগে বল তুই ফ্রি-তে অভিনয় করবি।” উত্তরে মিমির মন্তব্য, “এ কী! ফ্রি-তে কেন করতে যাব?” তাঁদের এই টুকরো কথোপকথন শুনে উপস্থিতদের মুখেও ফুটল হাসি। যদিও তাঁরা কেউই স্পষ্ট করে জানাননি, আবার কবে দর্শক তাঁদের একসঙ্গে দেখতে পাবেন।
আরও পড়ুনঃ হিন্দোলের বাড়ির সামনে চরম অপমানের শিকার অপর্ণার! ভুলের পুনরাবৃত্তি না চেয়ে মায়ের সিদ্ধান্তে আর্যর হাত ধরতেই পালাল অপর্ণা! সমাজ-সংসারের বাঁধন ভেঙে শুরু হল অপর্ণা-আর্যর ভালোবাসার পালাবদল!
আপাতত নতুন ছবি রক্তবীজ ২ নিয়েই ব্যস্ত দুই তারকা। এই ছবিতে মিমি জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে, অন্যদিকে অঙ্কুশের পাশে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তৈরি ছবিটি ইতিমধ্যেই চর্চায়। প্রথমবার মিমি-অঙ্কুশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী রূপে দেখা যাবে—মিমি এক সাহসী পুলিশ অফিসার আর অঙ্কুশ এক জিহাদি চরিত্রে। দর্শকদের মনে প্রশ্ন এখন একটাই—এই তারকা জুটিকে কি আবার রোমান্টিক ছবিতে জুটি বাঁধবেন? সেই উত্তর সময়ই দেবে।