জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বৃষ্টি ভেজা রেড রোডে তারার মেলা! ডোনা-অপরাজিতার নাচে মাতল পুজো কার্নিভাল, শ্রাবন্তী-অঙ্কুশদের দেখতে বৃষ্টি উপেক্ষা করেই উপচে পড়ল ভিড়

দুর্গাপুজোর পরের দিন মানেই কলকাতার আকাশে উৎসবের অন্য রঙ। রেড রোডে আয়োজিত পুজো কার্নিভাল এখন শহরের গর্ব। প্রতি বছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজন হল মহাসমারোহে। ঢাকের তালে তালে, আলো-আবিরে আর হাসিখুশি মুখে ভরে উঠেছিল গোটা রেড রোড।

অনুষ্ঠানের সূচনা হয় বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের অসাধারণ নাচের মধ্য দিয়ে। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনার পর একে একে হাজির হয় কলকাতার জনপ্রিয় প্রায় ১০০টি পুজো কমিটি, নিজেদের প্রতিমা নিয়ে। প্রতিটি প্রতিমাই যেন নিজস্ব শোভাযাত্রায় শহরবাসীর চোখ জুড়িয়ে দেয়। এর মধ্যেই একে একে মঞ্চে উপস্থিত হন টলিপাড়ার তারকারা, যাঁদের উপস্থিতিতে জমে ওঠে কার্নিভালের রঙিন সন্ধ্যা।

এদিনের আসরে দেখা যায় অঙ্কুশ হাজরা ও তাঁর সঙ্গিনী ঐন্দ্রিলা সেনকে, পাশাপাশি হাজির ছিলেন বাংলার ‘মেগাস্টার’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও ছিলেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বলা যায়, প্রায় গোটা টলিউডই এদিন উপস্থিত ছিল রাজ্যের এই ঐতিহ্যবাহী উৎসবে।

ছোট পর্দার তারকারাও পিছিয়ে থাকেননি। মঞ্চে দেখা যায় তিয়াশা লেপচা, তৃণা সাহা, রাহুল মজুমদার, সোমা বন্দ্যোপাধ্যায়, শুভদ্রা মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, ভিভান ঘোষ, প্রিয়া পাল, শ্রীতম ভট্টাচার্য, লাভলী মৈত্র, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী সহ আরও অনেকে। আর ছিলেন দর্শকের প্রিয় ‘মিঠাই রানি’ সৌমিতৃষা কুন্ডু, যিনি এখন শুধু টিভিতেই নয়, বড় পর্দাতেও নাম লিখিয়েছেন। দেবের বিপরীতে তাঁর প্রথম সিনেমা ইতিমধ্যেই নজর কাড়ছে। পাশাপাশি দেখা যায় তরুণ অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে, যিনি আসন্ন ক্রিসমাসে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

সন্ধ্যার আসল আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলিব্রেটিদের নাচ-গান। মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে পা মেলান শ্রাবন্তী, অপরাজিতা, সুদীপ্তা—সবার মুখে হাসি, হাতে তালি। দর্শক গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ। রঙ, আলো, গান, নাচ—সব মিলিয়ে এদিনের পুজো কার্নিভাল হয়ে উঠেছিল শহর কলকাতার এক অনন্য উৎসব। রবিবার রাত সাড়ে আটটায় পর্দা নামে এই বছরের এই বর্ণিল আয়োজনে, রেখে যায় একটাই অনুভব—পুজো শেষ হলেও আনন্দের রেশ রয়ে যায় রেড রোডের বাতাসে।

Piya Chanda