জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

” বাবার চোখে আমি এখনও ছোট, বাবা এখন‌ও আমাকে প্রকাশ্যে বকেন!”— টলিকুইন হলেও ‘বাবার মেয়ে’ই থেকে গেছেন কোয়েল! কফি হাউসের সেই দৃশ্যে বাবার প্রতিক্রিয়া ভোলেননি মেয়ে! জানেন সেদিন কীভাবে লজ্জায় পড়েছিলেন তিনি?

দীর্ঘ অপেক্ষার পর ফের রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং কোয়েল মল্লিককে (Koel Mallick) একসঙ্গে পর্দায় দেখতে চলেছেন দর্শকরা। তবে এবার তাদের সম্পর্কটা একটু আলাদা রকমের। বাবা-মেয়ের জায়গায় এবার তারা দাঁড়াবেন আইনজীবী ও মামলার পক্ষের চরিত্রে। ‘স্বার্থপর’ (Sharthopor) ছবিতে সম্পত্তি নিয়ে এক দাদা ও বোনের আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে রঞ্জিত মল্লিক থাকবেন এক আইনজীবীর ভূমিকায়, যিনি পর্দার অপর্ণা-অর্থাৎ কোয়েলের জন্য সুবিচার আনার চেষ্টা করবেন।

ছবির গল্প যেমন বাস্তবের সঙ্গে মিশে আছে, তেমনি এর বাইরেও দু’জনের স্মৃতির ভাঁজে রয়েছে অনেক না বলা গল্প। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে কোয়েল ফিরে যান তার প্রথম ছবি ‘নাটের গুরু’র দিনগুলিতে। শুটিং সেটে একটি কান্নার দৃশ্যের কথা স্মরণ করে জানান, কীভাবে গ্লিসারিন দেওয়ার সময় আয়নার মধ্যে বাবার চোখে জল দেখে নিজেই অবাক হয়েছিলেন। কারণ, তখন তারই কষ্ট ভেবে বাবা নিজেই কান্না শুরু করে দিয়েছিলেন।

বাবার সেই নিঃশব্দ চোখের জল যেন আজও তার মনে গেঁথে আছে। এই ঘটনার কথা বলতে গিয়ে একটা পুরনো অনুভূতিও উঠে এলো, কোনওদিনই তিনি বাবার কাছে বড় হয়ে উঠতে পারেননি। শুধু আবেগ নয়, মজাও ছিল শুটিংয়ের ফাঁকে। সেই প্রথম ছবির সময়ই একবার কফি হাউসের একটি দৃশ্যের শুটিং চলাকালীন কোয়েল ছারপোকার কামড়ে অস্থির হয়ে গিয়েছিলেন। হাত দিয়ে চুলকাতে চুলকাতে বাবার বকুনি খেয়ে ফেলেন।

তখনই লজ্জায় পড়ে বাবাকে বলেছিলেন, “আমি বড় হয়েছি, শুটিংয়ে বকো না, বাড়িতে বকো।” কথায় বলে না– মেয়েরা যতই বড় হোক, বাবার চোখে তারা সবসময় ছোটই থাকে। রঞ্জিত মল্লিকও জানালেন, কেরিয়ারের শুরুতে কোয়েলের অভিনয় নিয়ে এতটা মনোযোগ দিতেন যে, নিজের সংলাপ ভুলে যেতেন কখনও কখনও। বাবা হিসেবে মেয়ের অভিনয় ঠিক হচ্ছে কিনা সেটা ভাবতে ভাবতেই নিজের চরিত্র থেকে একটুখানি সরে যেতেন তিনি।

তবে, এখন আর সেই সমস্যা নেই। এই আলাপচারিতার ফাঁকেই উঠে এল মল্লিক পরিবার নিয়ে কিছু কথাও। কোয়েল জানালেন, তারা এখনও এক যৌথ পরিবারে থাকেন। মতের অমিল হতেই পারে, কিন্তু একসঙ্গে থাকার ইচ্ছেই সব কিছু টিকিয়ে রাখে। এখন সেটাই কোয়েল কাজে লাগাচ্ছেন নিজের পরিবারে। উল্লেখ্য, আসন্ন ভাইফোঁটায় মুক্তি পেতে চলেছে ‘স্বার্থপর’। এটিতে শুধু একটি পারিবারিক গল্প নয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সম্পর্কের রূপান্তরের ছায়াও ফুটে উঠবে পর্দায়।

Piya Chanda