জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রাজলক্ষ্মী অপর্ণাকে জানান আর্যর সঙ্গে তার কোনও রক্তের সম্পর্ক নেই। আর্য সিংহ রায় বাড়ির ছেলে নয়, বরং সিংহ রায় বাড়ির মেয়ে রাজনন্দিনীকে বিয়ে করেছিল। আর্যর আসল পরিচয়, শঙ্কর চ্যাটার্জি।
ঘটনাচক্রে সেই বিয়ে সুখের হয়নি এবং রাজনন্দিনী মারা যায়। তারপর অর্ক অস্বাভাবিক আচরণ শুরু করে, আশেপাশের লোকেরা সেই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রকম প্রতারণার জাল পাততে থাকে, আর্য তাই রাজলক্ষ্মী এবং অর্ককে বাঁচাতেই সিংহ রায় হয়। রাজলক্ষ্মী আরও জানায় রক্তের সম্পর্ক না হলেও, আর্য তার কাছ থেকে আপন।

সত্যিটা এতদিন না বলার কারণ, রাজলক্ষ্মীর পা ধরে আর্য প্রতিজ্ঞা করেছিল কোনদিনও নিজের মুখে সত্যিটা বলবে না। এইসব শুনে অপর্ণার ভালোবাসার আর শ্রদ্ধা আরও বেড়ে যায় আর্যর প্রতি। বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে আর্য অপর্ণাকে প্রথম দেখা হওয়ার জায়গায় আবার দেখা করতে চায়।
অন্যদিকে, এতদিন আর্যর কোনও খবর না পেয়ে মীরা হাপিয়ে উঠেছে। এমন সময় কিঙ্কর তাঁকে বিশেষ কিছু বলবে বলে অফিসে অপেক্ষা করতে বলে। অবশেষে কিঙ্কর এসে মীরাকে মাধবপুরে আর্য অপর্ণার সিঁদুর লাগিয়ে দেওয়ার ছবি দেখাতেই, তার পায়ের তলার মাটি সরে যায়। মীরা কিছুতেই মানতে পারে না এটা।
আরও পড়ুনঃ ধারাবাহিক থেকে বাদ পড়েছেন, এখন মঞ্চাভিনয়ই ভরসা! তীব্র অর্থসঙ্কটে ভুগছেন জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী
সে বিশ্বাস করে না আর্য-অপর্ণার বিয়ে হয়ে গেছে। সিদ্ধান্ত নেয়, কারোর সাহায্য ছাড়াই আইনী বা সামাজিক বিয়ে হওয়ার আগেই অপর্ণাকে চিরদিনের মতো দূরে করে দেবে। ওদিকে অপর্না অনেকদিন পর বেশ খুশি। মনের মত করেছে তৈরি হচ্ছে আর্য সঙ্গে দেখা করতে যাবে বলে। তার জন্য বিপদ কি সেখানেই অপেক্ষা করছে?
