জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিপ্লবীর বেশে সুপারস্টার জিৎ! ‘কেউ বলে বিপ্লবী’-তে অনন্ত সিংহের চরিত্রে দেশপ্রেমের ছোঁয়ায় দারুণ চমক দিতে আসছেন জিৎ! তবে কী জিতের সামনে হার মানবে রঘু ডাকাত‌ও?

টলিউডের সুপারস্টার জিৎ এবার আসছেন একদম নতুন রূপে। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী’ ছবিতে তাঁকে দেখা যাবে ঐতিহাসিক বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে। যিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। কালীপুজোর শুভক্ষণে ছবিটির মহরৎ সম্পন্ন হয়েছে, আর সেই সঙ্গে মুক্তি পেয়েছে ছবির নতুন মোশন পোস্টার। সেখানে বিপ্লবীর বেশে জিতের রূপে তাক লেগেছে দর্শকদের।

এই ছবির ঘোষণা হয়েছিল গত মে মাসে। জানা গিয়েছিল, দুর্গাপুজোর পরই শুরু হবে শুটিং। বর্তমানে কলকাতা, ঝাড়খণ্ড ও মাসাঞ্জর ড্যামের মতো জায়গায় চলছে শুটিংয়ের প্রস্তুতি। মঙ্গলবার প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছে স্বাধীনতা-উত্তর ভারতের নানা ঐতিহাসিক ঘটনার ঝলক। সেখানেই অনন্ত সিংয়ের ভূমিকায় জিতের দৃশ্য অনুরাগীদের আরও আগ্রহী করেছে।

বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য জিৎ ভীষণ পরিশ্রম করেছেন। পরিচালক পথিকৃৎ বসুর কথায়, “জিৎ মুম্বইয়ে থেকে নিয়ম করে লাঠিখেলা শিখেছেন। কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে কাউকে ট্রেনিং নিতে দেখিনি।” অভিনেতার লুক তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপসজ্জা শিল্পী সোমনাথ কুন্ডু। তাঁর হাতেই তৈরি হয়েছে জিতের প্রস্থেটিক লুক, যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

ছবিতে দেখানো হবে কীভাবে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অনন্ত সিং স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন। সেই সময়ের বীরত্ব, ত্যাগ আর দেশপ্রেমের গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। নন্দী মুভিজ প্রযোজিত এবং প্রদীপ কুমার নন্দীর পরিবেশিত এই ছবিটি ষাটের দশকের কলকাতাকে পটভূমি করে তৈরি হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, বহু বছর পর জিৎ নিজের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করছেন। বাণিজ্যিক সিনেমা থেকে বেরিয়ে এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেই দারুণ উৎসাহী। অভিনেতার কথায়, “আগে কখনও বায়োপিকে কাজ করিনি। এই গল্পটা আলাদা, আর অনন্ত সিং সেই ভুলে যাওয়া নায়ক, যাঁকে মানুষ আবার মনে রাখবে।” দেশপ্রেম আর ইতিহাস মিলিয়ে এই ছবিতে যে জিৎ এক নতুন চমক দিতে চলেছেন, তা বলাই যায়।

Piya Chanda