আজকের সময়ে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজের জনপ্রিয়তাও কম নয়। বিশেষ করে হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে শুভশ্রীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অনেক দর্শকের মন জয় করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’কে (Subhashree Ganguly) নতুন সিরিজ ‘অনুসন্ধান’-এ (Anusandhan) দেখা যাবে। অদিতি রায় পরিচালিত এই সিরিজে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন, যিনি জেলে ঘটে যাওয়া অজানা ঘটনাগুলোর রহস্য উদঘাটন করবেন।
শুভশ্রীর জন্য এটি শুধু নতুন কাজ নয়, বরং তার ব্যক্তিগত ও পেশাগত সফরের এক নতুন অধ্যায়ও। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর তিনি শুধুমাত্র অভিনেত্রী শুভশ্রী ছিলেন, কিন্তু আজ তিনি ‘লেডি সুপারস্টার’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। চলতি বছর দেবের সঙ্গে ‘ধুমকেতু’ ছবির মুক্তির সময় এই ট্যাগটি প্রথমবার প্রয়োগ হয়, যা নিয়ে তখন সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনা চলেছিল। অভিনেতা অরিত্র দত্ত বণিকসহ অনেকেই এই লেবেল প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন।
অনেকেরই কথা ছিল— অভিনেতাদের ক্ষেত্রে যখন জেন্টস সুপারস্টার বলা হয় না, শুধুমাত্র একজন অভিনেত্রী বলে তার নামের পাশে কেন ‘লেডি’ শব্দ ব্যবহার করা হবে আলাদা করে। সুপারস্টারের তো কোন লিঙ্গ হতে পারে না! সম্প্রতি নতুন সিরিজ নিয়ে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শুভশ্রীকে জিজ্ঞেস করা হলো, তিনি এই তকমাটাকে কেমন ভাবে দেখেন? তিনি স্পষ্ট করে বললেন, “আজও আমি সেই শুভশ্রীই আছি। নামের পাশে একটা আলাদা শব্দ জুড়েছে বলে নিজের ব্যক্তিত্ব বা কাজে প্রভাব ফেলতে দেয়নি।
তবে আমি কোনদিনও শুনিনি একজন অভিনেত্রীকে সুপারস্টার বা মেগাস্টার বলা হচ্ছে। সেই দিক থেকে হয়তো আমার অনুরাগীরা ভেবেছে লেডি শব্দটা যোগ করলে আমাকে সুপারস্টার তকমা দেওয়া যায়। তাছাড়া গাড়ি চালানোর জন্য যেমন বিশেষ একটা সতর্কতা লাগে, হেলমেট পরতে হয় যাতে আহত না হয়ে যায় নিজে। তেমনি এই ‘লেডি’ শব্দটা লাগালে হয়তো কারোর অনুভূতিটা আঘাত করা হবে না। তবে আশা রাখি পরবর্তী প্রজন্ম শুধুই সুপারস্টার তকমা পাবে।”
আরও পড়ুনঃ ধারাবাহিক শেষ হতেই ভুলেছিলেন সৌমিতৃষাকে! তবে ‘মিত্তির বাড়ি’ শেষ হলেও আদৃতের নতুন সঙ্গিনী পারিজাত! বিজয়া সম্মিলনীতে জমে উঠল বন্ধুত্বের আড্ডা
সমাজ মাধ্যমে এই মন্তব্য প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, “এই তকমা আপনার অনুরাগীরা নয় বরং যাকে বরাবর ছোট করে এসেছেন সেই দেব দিয়েছে!” আবার অনেকে মনে করছেন, “আপনার থেকে অনেক ভালো অভিনয় করে অভিনেত্রীরা, কোনও ট্যাগ ছাড়াই আজও অভিনয় করে চলেছে। তাদের ভক্ত সংখ্যাও আপনার থেকে কম নয়।” তবে যাই হোক, দর্শকরা এখন ‘অনুসন্ধান’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাংবাদিক চরিত্রের দায়িত্ব পালনের মাধ্যমে শুভশ্রীকে কতটা সফল হবে সেটাই দেখার!

