জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মাত্র কয়েক ঘন্টার শিশু এত বড়, টাইম মেশিনে জন্মেছে নাকি ফুলকির মেয়ে ফুলঝুরি!” “মায়ের মতো মেয়েরও সুপার পাওয়ার আছে!”— ‘ফুলকি’ ধারাবাহিকের নবজাতক দৃশ্য ঘিরে নেটপাড়ায় বিদ্রুপের ঝড়, প্রশ্ন উঠছে বাস্তবতার সীমা নিয়ে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) এখন টেলিভিশনের পর্দায় বেশ আলোচনায়। গল্পে কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল, ফুলকি মা হতে চলেছে। অবশেষে সাম্প্রতিক পর্বে ফুটে উঠেছে সেই বহুল প্রতীক্ষিত দৃশ্য— ফুলকি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে, নাম রেখেছে ‘ফুলঝুরি’। শুরু থেকে দর্শকরা যেমন ফুলকি-রোহিতের সম্পর্কের ওঠাপড়া দেখেছেন, তেমনই বর্তমানে তারা দেখছেন ফুলকির একার লড়াইয়ের গল্প। যদিও এখন গল্পের মোড় ঘুরেছে অনেকটাই— রোহিতের মৃ’ত্যুর পর জীবনে এসেছে অরণ্য, দেখতে রোহিতের মতো কিন্তু একেবারেই আলাদা।

অরণ্যের উপস্থিতিতেই ফুলকির জীবনে এসেছে নতুন ভরসা। তবে ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব নিয়ে কিন্তু দর্শকমহলে উঠেছে প্রবল বিতর্ক। ফুলকি মা হওয়ার দৃশ্যের পর যে সদ্যজাত কন্যা সন্তানকে দেখা গেল, তাই নিয়েই নেটপাড়ায় দর্শকরা ক্ষোভ ফেটে পড়েছে। কারণ, সেই একদিনের শিশুটি দেখে মোটেই মনে হচ্ছে না যে সে মাত্র কয়েক ঘণ্টার বাচ্চা! বরং তার আকার, চেহারা আর নড়াচড়া– সবই একটু পরিণত শিশুর মত।

এই দেখে অনেকেই ঠাট্টা করে লিখেছেন, “এই বাচ্চাটা তো যেন সরাসরি ছ’মাসের প্রশিক্ষণ নিয়ে এসেছে!” দর্শকদের অনেকেই মজা করে বলছেন, ধারাবাহিকের প্রোডাকশন টিম যেন টাইম মেশিন ব্যবহার করেছে! কেউ তো প্রশ্নও তুলেছেন যে, “মাত্র কয়েক ঘন্টার জন্য প্রোডাকশন টিম একটা ছোট শিশু জোগাড় করতে পারল না?” এর পরেই আসে আরও বিতর্কিত কিছু জিনিস! অরণ্যর মুখে ‘ফুলঝুরি’র হি’সু করার দৃশ্য! হ্যাঁ, ঠিকই পড়ছেন।

সমাজ মাধ্যমে এই দৃশ্য নিয়ে এমন সমালোচনার ঝড় উঠেছে যে কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না, লেখকরা আসলে কী ভাবছিলেন এই দৃশ্য লিখতে গিয়ে। নেটিজেনদের প্রশ্ন, “একটা মেয়ে শিশুর পক্ষে কি আদৌ সম্ভব এত উপরে ছিটিয়ে দেওয়া?” কেউ কটাক্ষ করে লিখেছেন, “আজকাল ফুলকির এপিসোডে একটু বেশিই গাঁ’জা ঢালছে না?” সমাজ মাধ্যমে এই অদ্ভুত দৃশ্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল! অনেকেই বলছেন, টিআরপি বাড়ানোর জন্য চ্যানেল এখন লজিকের বালাই রাখছে না।

আবার কেউ রসিকতা করে লিখছেন, “এই ফুলঝুরির সুপার পাওয়ার আছে, মায়ের মতোই!” দর্শকরা হতাশাও প্রকাশ করেছেন, কারণ ধারাবাহিকের প্রথম দিকের আবেগময় গল্প এখন ধীরে ধীরে নেমে যাচ্ছে অবাস্তবতার পথে। তবু বিতর্কের মধ্যেই ‘ফুলকি’ তার জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে ধারাবাহিকটি। আর হয়তো এই মিশ্র প্রতিক্রিয়াই প্রমাণ করছে, যতই সমালোচনা হোক না কেন, দর্শকরা ‘ফুলকি’কে ছাড়তে পারছেন না কিছুতেই।

Piya Chanda