জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রে, আর এই ধারাবাহিকের মূল দুই চরিত্র উজি আর ঋষিকে ঘিরেই চলছে প্রচুর আলোচনা। উজি চরিত্রে অভিনয় করছেন তরুণী অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity), আর তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিষেক বীর শর্মাকে (Abhishek Veer Sharma)। ধারাবাহিকের গল্প যেমন টানটান রহস্যে ভরপুর, তেমনই এই দুই তারকার রসায়নও দর্শকদের নজর কেড়েছে।
বিয়ে, প্রতিশোধ, ভুল বোঝাবুঝি— সবকিছুর মাঝেও উজি আর ঋষির সম্পর্কের উত্থান-পতন এখন যেন সমাজ মাধ্যমে ধারাবাহিকপ্রেমীদের অন্যতম আলোচ্য বিষয়। পর্দায় যেমন তাদের মধ্যে তীব্র সংঘর্ষ আর ভালোবাসার টানাপোড়েন দেখা যাচ্ছে, বাস্তবেও দু’জনের বন্ধুত্বের রসায়ন নিয়ে প্রশংসা থামছে না ভক্তদের। সম্প্রতি বিয়ের পর্বে তাদের অভিনয় দেখে দর্শকরা সমাজ মাধ্যমে লিখেছেন, “আরাত্রিকা আর অভিষেক ফাটিয়ে দিচ্ছো কিন্তু!”
পর্দার শত্রু, কিন্তু পর্দার বাইরে পরস্পরের প্রতি তাদের স্বাচ্ছন্দ্য এবং বন্ধুত্বই এই রসায়নকে এত বাস্তব করে তুলেছে তাদের অভিনয়। এই বিয়ের পর্বের শুটিং চলাকালীনই আরাত্রিকা এবং অভিষেক সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, আর সেই সাক্ষাৎকারই এখন ভাইরাল! সাংবাদিকের প্রশ্ন ছিল— এতদিনে কে কত প্রেমপত্র পেয়েছেন? অভিষেক মজা করে বলেন, তিনি এখনো রোজ পাঁচ-সাতটা করে প্রেমপত্র পান, কিন্তু আরাত্রিকার সে ভাগ্য আর নেই!
অভিনেত্রীও হাসতে হাসতে উত্তর দেন, “আমি আর এখন অত পাই না!” তবে শৈশবের কথা উঠতেই আরাত্রিকা জানান, তখন তিনি প্রচুর প্রেমপত্র পেতেন, কারণ কবিতা ভালোবাসতেন বলে প্রেমিকরা কবিতা লিখে পাঠাতো। তিনি বাবাকে দেখিয়ে সেইসব লেখার গুণমান বিচার করতেন, মজাও পেতেন। কিন্তু এখানেই মজার বিষয়, আরাত্রিকার এই কথার পর অভিষেক ঠাট্টার ছলে বলে বসেন, “আরাত্রিকা তখনও ছেলেদের ইমোশন নিয়ে খেলত!” এই এক বাক্যেই যেন হাসির রোল পড়ে যায় সেটে।
আরও পড়ুনঃ মৃ’ত্যুকে হেলায় হারালেন তিনি! হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ‘ হি -ম্যান’ ধর্মেন্দ্র! অবসান সমস্ত গুঞ্জনের
কিন্তু তার মধ্যেও ফুটে ওঠে তাদের দুষ্টু বন্ধুত্বের স্বর। কেউ কেউ এই মন্তব্যকে নিছক মজার ছলে নিয়েছেন, আবার একাংশের মতে, এই মন্তব্যে যেন এক ধরনের হালকা অভিযোগের ইঙ্গিত ছিল। পর্দার উজি-ঋষির প্রেম-ঘৃণার টানাপোড়েন যেন বাস্তবের আলোচনাতেও জায়গা করে নিয়েছে। তবে বিতর্ক যাই থাকুক, অল্প বয়সেই আরাত্রিকার এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ‘খেলনা বাড়ি’ থেকে ‘মিঠিঝোরা’, আর এখন ‘জোয়ার ভাঁটা’— একটার পর একটা হিট ধারাবাহিক তাঁকে পৌঁছে দিয়েছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তরুণ মুখের তালিকায়।
