দিন কয়েক ধরে তোলপাড় টলিপাড়া। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক বদল হচ্ছে—এই খবরে উত্তেজনা, কৌতূহল আর জল্পনা একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে ইন্ডাস্ট্রির অন্দরে। নায়ক-নায়িকা দিতিপ্রিয়া এবং জীতুর মতবিরোধের জেরে অনেকেই ভাবছিলেন, তবে কি ‘আর্য সিংহ রায়’ চরিত্রে আর দেখা যাবে না জীতুকে? দর্শকদের মনেও তৈরি হয়েছিল সন্দেহ। কিন্তু সেই জল্পনাতেই এবার ফুলস্টপ। অবশেষে নিজেই জানালেন জীতু কমল—তিনি ফিরছেন।
বৃহস্পতিবার টিআরপি প্রকাশের পর মধ্যরাতে অভিনেতা ঘোষণা করলেন, “শুধুমাত্র আমার কলাকুশলী দল এবং আমার ভগবান দর্শকদের কথা মনে রেখেই আবারও ফিরতে বাধ্য হলাম।” তাঁর কথায় ফুটে উঠেছে কৃতজ্ঞতা এবং আবেগ। তিনি আরও জানান, ২০০৮ থেকে ক্যামেরার সামনে কাজ করছেন তিনি, আর তাঁর অর্জনের অধিকাংশ কৃতিত্ব টেকনিশিয়ানদের। তাঁদের পরিশ্রম এবং সমর্থনই তাঁকে বারবার শক্তি দিয়েছে।
এই ঘোষণা আসার আগে পরিস্থিতি ছিল অনেকটাই নাটকীয়। সোমবার প্রায় দু’ঘণ্টা তীব্র বৈঠকের পরেও নাকি মেটেনি দ্বন্দ্ব, শুনে আরও বেড়ে গিয়েছিল উত্তেজনা। এমনকি রটেছিল, জীতুর বদলে অভিনেতা রণজয় বিষ্ণুকে দেখা যেতে পারে। এই খবরেই উত্তাল হয়েছিল অনুরাগীদের মন। কিন্তু টিআরপির ফল প্রকাশ হতেই সব গুঞ্জনের ইতি। জীতু জানিয়ে দিলেন—‘আর্য’ রয়ে যাবে ‘আর্যই’।
নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, “টেলিভিশনে পুরুষ চরিত্র খুব কমই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। ‘আর্য সিংহ রায়’ সেই ব্যতিক্রম।” দর্শকদের ভালোবাসা এবং চ্যানেল-প্রযোজনা সংস্থার বিশ্বাসই তাঁকে ফিরিয়ে আনল আবারও ঘরে।
আরও পড়ুনঃ টেলি আকাদেমি পুরস্কারের মঞ্চে জ্বলজ্বল করলেন দিতিপ্রিয়া, মরণোত্তর সম্মান পেলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়! জীবনকৃতি সম্মানে সম্মানিত লীনা দেবী!
এই ঘোষণার পর স্বস্তিতে দর্শকরাও। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভরে উঠেছে অভিনন্দন, আশা আর উচ্ছ্বাসে। এখন শুধু অপেক্ষা—আগামী পর্বে আবার ঠিক আগের মতোই ‘আর্য’র উপস্থিতিতে পর্দা মাতবে কিনা।
