টলিপাড়ার জগৎ যতই ঝলমলে হোক, অভিনেতাদের ব্যক্তিগত লড়াইয়ের গল্প কিন্তু অনেক সময়ই অজানা থাকে সাধারণ মানুষের কাছে। ক্যামেরার সামনে তারা যতটা নির্ভীক, ক্যামেরার পিছনের পথচলায় ততটাই কঠিন এবং বাস্তবের মুখোমুখি হতে হয়। ঠিক এমনই এক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন টলি অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।
‘সোয়েটার’ সিনেমার হাত ধরে পরিচিতি পেলেও অনুরাধাকে নতুন করে চিনেছে টেলিভিশনের দর্শক। ‘মিঠাই’-এ তাঁর স্বচ্ছ অভিনয় মন কেড়েছিল বহু মানুষের। বর্তমানে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। শুধু ধারাবাহিকেই নয়, খুব শিগগিরই ‘ডিপ ফ্রিজ’ সিনেমায় আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। অর্জুন দত্ত পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই জাতীয় মঞ্চে পুরস্কৃত হয়েছে।
কিন্তু এই সাফল্যের পথে পা রাখতেই যে কত বাঁধার সম্মুখীন হতে হয়েছে, তা সম্প্রতি নিজের মুখেই শেয়ার করেছেন অনুরাধা। কর্মজীবনের প্রথম পর্যায়ে তিনি গিয়েছিলেন বম্বে। সেখানে ভাষা নিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। বাংলা তাঁর শক্তি হলেও কর্মক্ষেত্রে সেই ভাষাকেই বাধা হিসেবে শুনতে হয়েছে—এমনটাই জানিয়েছেন তিনি।
শুধু ভাষাই নয়, আরও বড় এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে। অনুরাধার কথায়, একবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল একটি ঘরের মধ্যে, যেখানে তাঁর সামনে আসে কুপ্রস্তাব। তিনি জানিয়েছেন—সেই মুহূর্তে যদি না বুঝে ‘হ্যাঁ’ বলে দিতেন, তাহলে আজ কোথায় থাকতেন তা তিনি নিজেও জানেন না।
আরও পড়ুনঃ টিআরপি বাড়তেই বড় সিদ্ধান্ত! অন্য কেউ নয়, ‘চিরদিনই তুমি যে আমার’-এ ফিরলেন জীতু কমলই! ‘আর্য’ ফিরে আসার খবরে দারুণ খুশি দর্শকরা!
এই ঘটনার পরই আর সময় নষ্ট করেননি অভিনেত্রী। নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবে সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট কেটে কলকাতায় ফিরে আসেন। সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন পথচলা, নতুন লড়াই।
