জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমিও চাই আমাকে পাওয়ার পরে আমার মানুষটা ঠিক এমন প্রতিক্রিয়াই দিক!” হাত ছেড়েছেন জিতু! কার ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছেন নবনীতা?

টেলিভিশনের পর্দায় এখন উত্তেজনার নাম একটাই: ‘চিরদিনই তুমি যে আমার’। তবে সিরিয়াল নয়, তার নায়ক জিতু কমলকে ঘিরেই চলছে আসল নাটক। সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাঁর একাধিক বিতর্কিত অভিযোগ। ভক্তদের দাবি, জিতুকে বাদ দিলে তাঁরা আর সিরিয়াল দেখবেন না। এমন পরিস্থিতিতে হঠাৎই সামনে এল এক নতুন গল্প। স্পটলাইট এবার জিতুর ব্যক্তিগত জীবনের পুরোনো অধ্যায়ে।

জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এড ওয়েস্টউইক এবং এমি জ্যাকসনের রেড কার্পেটের একটি রোম্যান্টিক ভিডিয়ো। ভিড়, ক্যামেরা আর গ্ল্যামারের মধ্যে অভিনেতা যখন আত্মবিশ্বাসে প্রেমিকার ঠোঁটে চুমু রাখলেন, মুহূর্তটি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োর উপর নবনীতার লেখা, “This is how I want my man to react after getting me।” বাংলায় অর্থ করলে দাঁড়ায়, “আমাকে পাওয়ার পরে আমিও চাই আমার মানুষটা এমন প্রতিক্রিয়াই দিক।” মুহূর্তেই প্রশ্ন উঠছে, এ কি ইশারা? তবে কি বিচ্ছেদের পর নতুন সম্পর্কে মন দিচ্ছেন তিনি?

২০১৯ সালে জিতু ও নবনীতা একসঙ্গে সংসার শুরু করেছিলেন। কিন্তু কয়েক বছর পরেই তাঁদের জীবনে এল পারস্পরিক দূরত্ব। কারণ প্রকাশ্যে না এলেও, বিচ্ছেদের খবর সামনে আসে একটি সোশ্যাল পোস্টের মাধ্যমে। পরে জানা যায়, ২০২৩ সালে আইনগতভাবে তাঁদের সম্পর্কের শেষ হয়। সেই সময়ও কোনও রকম মন্তব্য করেননি দু’জনের কেউই।

এদিকে জিতুর মাথার উপর এখন অভিযোগের পাহাড়। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিযোগ করেছেন, জিতু তাঁকে নাকি আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন। অভিযোগের তালিকায় রয়েছে এআই তৈরি চুমুর ক্লিপ থেকে শুরু করে ব্যক্তিগত প্রশ্নও। এমনকি মিটিংয়ে আলোচনার সময় নাকি তিনি মাঝ পথে বেড়িয়ে যান। ফলে প্রযোজনা সংস্থাও নাকি ভাবছে তাঁকে সরানোর কথা।

তবে চাপের মধ্যেও তাঁর ফ্যানবেস আকাশচুম্বী সমর্থন দেখাচ্ছে। তাঁদের দাবি, জিতুকে অপমান করার ষড়যন্ত্র চলছে, তাঁকে ইচ্ছাকৃতভাবে ভুল আলোয় দেখানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাই জিতুর পক্ষে রীতিমতো আন্দোলন চলছে। নাটক, বিতর্ক আর জল্পনার মাঝে এখন একটাই প্রশ্ন— এই ঝড়ের শেষ কোথায়?

Piya Chanda